মানুষ মানুষের জন্য
আমরা কি স্বাধীনতা পেয়েছি হয়ত!! আবার না একটি ক্যাম্পাসে যে ছাত্র গুলো আজ গ্রেফতার হলো তারা কি অপরাধ করেছে ? যখন সরকারী দলের ছাত্রদের দু'গ্রুপের সংঘর্ষ ঘটে তাতেও তাদের প্রতি এরুপ আচরণ করা হয় না ,
কতগুলো ছাত্র গ্রেফতার হলো , প্রশাসন নিরব, তাদের শিক্ষা জীবন আজ হুমকির মুখে, থাকল কারা ? যারা হরদম নিজেদের মধ্যে সংঘর্ষ এ লিপ্ত থাকে , এ বৈষম্য মুলক আচরণ থেকে কি আমাদের মুক্তি নেই?? আমরা বাঙালী জাতি কি এতটাই আবাল?? হয়ত!!!
এ থেকে যে আমি শুধু আওয়ামীলীগ সরকারকে ই একক ভাবে দোষী করছি তা নয় , যখনই যে সরকার আসে তারা প্রতিপক্ষ দলের দমনে তৱপর হযে ওঠে, তবে কেন জানি এই সরকার এতে বেশীই সক্রিয়, এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
আমি যেমন মানুষ তেমনি আমার বাঁচার অধিকার আছে, আবার যেমনি স্বাধীন দেশের নাগরিক তেমনি সকল সুযোগ সুবিধা পাবার অধিকারও আছে।
তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো বিচার বিশ্লেষ্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।