শীতঘুম, কেরোসিন আর অপ্রাকৃতিক গন্ধে আপাতত নিশ্চুপ...
হেই...তারপরেতে দেখা গেলো..
উন্নয়নের জোয়ার আইলো
ঢাকা শহর ভাইসা গেলো...
তারপরেতে দেখা গেলো....
বাংলাদেশ ডিজিটাল হইলো
বিলাতীরা খুশি হইলো
ভারত নেতা আশ্বাস দিলো
আমাগো নেতা আশ্বাস খাইলো
জনগণরে আশ্বাস দিলো....
ইসস...এরপরেও তো বহুত লেখা যায় দেখি। সংসদে প্রধানমন্ত্রী যা কইলো তাতে তো উন্নয়ন খেমটা নাচ শুরু কইরা দিছে।
Click This Link
হায় হায়! ৩/৪টা কয়লাখনি যা ইতিমধ্যেই আবিষ্কৃত, তা রাইখা কয়লানীতি নিয়া কোন চিন্তাভাবনা না কইরা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলারে একের পর এক অকার্যকর কইরা রাইখা খালি গ্যাস তোল, বেচো আর ট্যাকা কামাও, আর বিদেশী শক্তিগুলার পাচাটতে চাটতে জিহ্বায় ঘা কইরা ফেলনের কি যে শান্তি..তা যদি এই দেশে ছাগু জনগণ বুঝতো! ক্যান যে চিল্লায়! ফাও ফাও! গ্যাস তুললেই যদি উন্নয়ন হইতো, তেল তুললেই যদি উন্নয়ন হইতো তাইলে নাইজেরিয়ার মতো দ্যাশ এখন কোটিপতি থাকতো! এমনে দুর্ভিক্ষ লাগতো না! ইস্..আবার মনে হয় বিদেশের উদাহরণ দিছি! ছিঃ ছিঃ..এইটা কি করলাম। হইতে পারে নাইজেরিয়ার মতো দেশগুলা ধ্বংস হওনের পেছনে যে তেল-গ্যাস কোম্পানী...আমাদের দেশের একই..তাতে কি! তারা আমাদের তো আশ্বাস দিছে। ওগোরেও দিছিল..ওগো টা রাখে নাই..তাতে কি...আমাগোটাতো রাখবো...১২ বছর পরের চিন্তা না কইরা আপাতত ৫ বছর সুখে শান্তিতে থাকলেই তো হয়! নাকি!
কেউ কি সরকার রে গ্যাস তুলতে মানা করছে? করে নাই।
যেইটা কইছে..তা হৈল চুক্তিটা নতুন কইরা করেন..জনগণের সামনে প্রকাশ করেন...। অবশ্য জনগণ কি বোঝে? তাও ঠিক। বুঝলে কি আর সরকারের আইতো!? সংসদ হইলো ভাইদের মসনদ। খালি বাইজী আর সুরা নাই...বাকি সবই ওইখানে মওজুদ। পাব্লিকের টাকায় কি মাস্তি! এখন খালি হাসি পায়... ডিজিটাল উন্নয়নের খেমটা নাচ দেইখা আসেন সক্কলে মিল্লা কোলাকুলি কইরা নাচি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।