পরিবর্তনের জন্য লেখালেখি
দারুন গ্রোথ এই উন্নয়নের !
মেটাস্ট্যাটিক বেড়ে চলে আমার স্তনে, শোনিতে
আর সব পরাশক্তি মিলিত ফের
পরস্পরের পিঠে , বুকে, শিশ্নে , যোনিতে!
বেড়ে চলে পায়েস, ক্ষীর, মিলেনিয়াম
রাজার নীতি, অর্থ, ভক্তি, দারিদ্্র, ক্ষুধা
শৃঙ্খলিত করি বৃদ্ধের বোধ, কিশোরী কাম!
শিশুদের শেখাই, কি ভাবে বাড়বে, উন্নয়ন জাত সুধা!
মায়েদের উন্মুক্ত তলপেটে দারিদ্্রের ঘানি
গেঁথে দেই সুদমুক্ত ডেভেলপমেন্ট ঋণ
সবুজ পতাকার চোখে উড়াই কালশিটে রঙ ছানি!
আসবেই তো। ঠিকই আসবে , আমার সোনালী শুভদিন!
বেঁচে আসি গরীব নিরোধক নরডেট পিল
এদিকে বেড়ে চলে লিউকেমিয়ার অশান্ত কোষ
উন্নত মুরগী, মাছে ভরে যায় নদী , বিল
ডার্মিস ভেদ করে নিওপ্লাস্টিক অস্পৃশ্য গোশ!
আফ্রিকার এইডস, এশিয়ার যক্ষা,ইউরোপের গরীবীয়ানা!
পুঁজিবাদী বিশ্বে বিকোয় বেশ, ক্যানসার সেলে!
আমিও হই ল্যাব র্যাট, আমারও নাই রক্ষা
চেতনার চিতায় আমার আত্মজ পুড়ে গেলে!!!!
[ একদিন ঠিক খুলে দেব তোমাদের মুখোশ
না. হকের কাহিনী চাপা থাকে না, শুয়োর , হায়েনা
আমি সাপ হবো, তোর দরজার তক্তপোশ
ফাল হয়ে বলে দেব তোদের লালসার সব বায়না]
উৎসর্গ ঃ নাসরিন আপা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।