আমার চিন্তা, আমার চেতনা, আমার অভিজ্ঞতা
দেশে যে উন্নয়নের জোয়ারের বইছে
এমন উন্নয়ন -
এর আগে কোনো সরকারই করতে পারেনি।
মানে কি-
আগে বিএনপি ক্ষমতায় থেকেও উন্নয়ন করেনি বা করতে পারেনি।
বর্তমান মেয়াদের শুরূ থেকে আজ অবধি
তারা বলে চলেছেন
শুধু উন্নয়নের ফুলঝুরি।
প্রকৃত উন্নয়ন হয়েছে তাদের, যাদের ভাঙা সুটকেস
উন্নয়নের জোয়ারে ভরে গেছে।
ঐ ভাঙা সুটকেসের উদ্বৃত্ত হাজার হাজার কোটি টাকা
বিদেশে পাচার হয়েছে।
যারা শত শত একর খাসজমির মালিক হয়েছে,
যাদের রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে বিলাসবহুল এপার্টমেন্ট তৈরি হয়েছে,
যাদের উন্নয়ন দেশের প্রতিটি সংস্থার উপার্জনের সঙ্গে জড়িত,
যাদের গাড়ি-বাড়ির অভাব নেই।
কিন্তুকজন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের উন্নয়ন হয়েছে?
আগের তুলনায় দেশেবাসীর চোখ-কান
বর্তমান বেশি খোলা
চতুর কাকপক্ষীর মতো যেন না হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।