আমাদের কথা খুঁজে নিন

   

উন্নয়নের কথা মানুষকে বলুন: জয়

রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে গণভবন থেকে রওয়ানা হন তিনি। নেতাককর্মীরা ছাড়াও সাংবাদিকরা তার গড়িবহরে সঙ্গে আছেন।
দুই দিনের সফরে গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় পথসভা ও কর্মীসভা করবেন জয়। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ভোটের আগে তাদের চাঙ্গা করতেই জয়ের এই সফর।  
জয়ের গাড়িবহর উত্তরা ৩ নম্বর সেক্টর পার হওয়ার সময় সড়কের দুই পাশে বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থককে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পধানমন্ত্রীপুত্রকে স্বাগত জানিয়ে শ্লোগান দিতে দেখা যায়।

  
এক পর্যায়ে জয় গাড়ি থামিয়ে ভেতর থেকেই হ্যান্ডমাইকে শুভেচ্ছার জবাব দেন।
তিনি বলেন, “আমরা দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়েছি। আপনারা মানুষকে আওয়ামী লীগের উন্নয়নের কথা জানান। ”
উত্তরা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত হাজারো নেতা-কর্মীর শ্লেগানের মধ্যে দিয়ে এগিয়ে যায় জয়ের গাড়িবহর। এ সময় শ্লোগান শোনা যায়- ‘জয় ভাইয়ের আগমণ, শুভেচ্ছা স্বাগতম।


ময়মনসিংহের পথে টঙ্গীর সফিউদ্দীন সরকার একাডেমী মাঠ ও গাজীপুর চান্দনা উচ্চবিদ্যালয় মাঠে বক্তব্য দেয়ার কথা রয়েছে জয়ের।
ময়মনসিংহে পৌঁছে বিকাল সাড়ে ৩টায় মুক্তগাছা পৌর শহরে আর কে উচ্চবিদ্যালয়ের মাঠে এক পথসভা এবং বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন জিমনেসিয়ামে কর্মীসভায় অংশ নেবেন।
ময়মনসিংহ সার্কিট হাউজে রাত কাটিয়ে সোমবার সকাল ৯টায় টাঙ্গাইলের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে জয়ের। সেখানে মধুপুর রানী ভবানী স্কুল মাঠে এক জনসভা এবং টাঙ্গাইল ভাসানী হলে এক সভায় তার অংশ নেয়ার কথা রয়েছে।
এরপর সোমবার বিকালে মির্জাপুর আবদুল গণি স্কুল মাঠ ও চন্দ্রায় দুটি পথসভায় অংশ নেয়ার কথা রয়েছে জয়ের।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.