কালের সাক্ষী
বাকশালী কায়দা
আজ দুপুের সি এম এম েকার্টে গিয়েছিলাম পেশাগত দায়িত্ব পালন করতে। কারন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানেক আদালতে আনা হবে । গিয়ে দেখলাম শুনািন শুরু হয়েছে । তখন বাজে দুপুর দুইটা । অথছ তাকি আদালতে আনা হয়েছে দুপুর ১২ টায় ।
এই দুই ঘন্টা তাকে প্রিজন ভ্যানে দাড়িয়ে রাখা হয়েছিল । এটা কি কোন মানবিকতার মধ্যে পড়ে ?
যা হোক শুনানির এক পর্যয়ে বিচারক বিব্রত বোধ করার কারনে আদালত মুলতবি হয় । তাই নিয়ম অনুযায়ী চীপ ম্যাজিস্ট্রেট পরবর্তি শুনানির সময় জানানোর কথা । কিন্তু কোন কিছু না জানিয়ে সরকার পক্ষ নিজেরা মিলে শুনানি করে তাকে ৩ দিনের রিমান্ড দিল । পিপির কথা হল '' শুনানির পর বিচারক যা ভাল মনে করেছেন তাই করেছেন ''
হাইরে >>>>>>>>>>> বিচার ?
এছাড়া তাকে অন্য একটি মামলায় ১ দিনের রিমান্ড েদয় ১ নং সিএম এম কোর্ট
মাহমুদুর রহমানকে যে মামলায় রিমান্ড দেয়া হয়েছে , সে মামলান সময় তিনি পুলিেশর হাতে আটক ।
অন্য টায় তার অফিসে গিয়ে আরো পুলিশ অন্যায় করেছে । কারণ একজন সাংবাদিককে তার অপিস থেকে ধরা কি ঠিক ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।