বিবেক খাটাই
অনেক দিন জন্ডিসে ভোগার পর একটু একটু সুস্থ হয়ে উঠছি। নিয়মিত ক্লাসে যোগদান করছি। ঢাকার গরম যুক্ত অবিশুদ্ধ হাওয়া , ওয়াসার ময়লাযুক্ত পানি এবং প্রকৃতির বিরুপ আবহাওয়ার দরুন এ ই পরিনতি। যার ফল শ্রুতিতে সেমিস্টার ড্রপ হয়েছে ইতিমধ্যে ই।
তবে আমার এ দুরাবস্থার পেছনে যার ন্যক্কারজনক ভূমিকা অনস্বীকার্য তিনি আমাদের বাবুর্চী সাহেব।
তার একগুয়েমী আচরন, সৈরাচারী ! মনোভাবের নিকট আমরা পরাজিত। প্রতি মাসে নানা অজুহাতে কমপক্ষে সাত দিন অনুপস্থিত , খাবার পরিষ্কার এবং সুস্বাদু করার ক্ষেত্রে অনীহা , পানি ঠিক মত না ফুটানো এবং কিছু বললে তার রিএকশন স্বরুপ আরও অব্যবস্থাপনার মাত্রা দিন দিন বেড়েই চলেছে। আমাদের চাহিদা এবং পছন্দের প্রতি বৃদ্ধান্গুলি দেখিয়ে তিনি আমাদের নিয়োগকৃত পদে বহাল তবি্য়তে আছেন।
অবশেষে আমরা এই অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালনে উদ্যোগী হলাম। আমাদের আন্দোলনের মুখে তিনি নতি স্বীকার করলেন।
ভাল ভাবে রান্না বান্নার কাজ করছেন। অকারনে মিথ্যা অযুহাতে কোথাও যাচ্ছেন না।
আমরা তাকে বিদায় করতে পারতাম। তবে পরিস্থিতির কারনে তা করলাম না। কারন সামনে সবার পরীক্ষা।
তবে তার বোধোদয় হয়েছে। সব কিছু ঠিক ঠাক করে চালানোর চেষ্টা করছে।
বর্তমানে আমাদের দেশের সরকার জন গণের দ্বারা নির্বাচিত হয়ে ও জন গণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । তাই সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে , আন্দোলন করে সরকার কে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। আশ করা যায় বাবুর্চীর মত সরকারের ও বোধোদয় হবে।
সরকারকে ক্ষমতাচ্যুত এত তারাতারি করা ঠিক হবে না । এতে গণতন্ত্রের ক্ষতি হবে। সরকার না বুঝে অথবা ইচ্ছহা করেই বাকশালী আচরন করলেও আমাদেরকে গণ তন্ত্রের বিরুদ্ধে কিছু করা ঠিক হবে না। তা হলে দেশের ক্ষতি হবে।
আশা করি বাবুর্চীর মত সরকারের ও বোধোদয় হবে ।
না হলে বাবুর্চীর গাট্টি গোট্টার মত পেচিয়ে সরকার কে বর্ডার পার করে দিতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।