ভাল পাঠক হলেও নিজে কিছু লিখতে পারি না,মনের ভাবটা তাই ঠিকমত প্রকাশ করতে পারিনা.......
আওয়ামী লীগের এবারের হ্মমতা গ্রহনের সাথে কেমন যেন ১৯৭২-১৯৭৫ সালের হ্মমতায় আরোহন পুরোপুরি মিলে যাচ্ছে! আমি ঐ সময়ের ঘটনাসমগ্র চোখে দেখিনি কিন্তু ইতিহাস পড়েছি, মিলগুলো এবার বলছি, সেসময়ও আলীগ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়ে হ্মমতায় এসেছিল এবারও তাই, এরপর সেই বাকশালী কার্যক্রম...সেবার একটি বাদে সবগুলো পত্রিকা নিষিদ্ধ আর এবার তারই ধারাবাহিকতায় আমারদেশ,চ্যানেল ওয়ানকে দিয়ে শুরু,সেকালের রহ্মিবাহিনীর আদলে একালের ছাত্রলীগ। আর বাকস্বাধীনতার কথা না বলাই ভালো,লেটেস্ট উদাহরণ মাহমুদুর রহমান....তাই মাঝে মাঝে প্রশ্ন জাগে...আসলে কি আওয়ামী লীগ আর বাকশাল সমার্থক? ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়ার তোরজোর কি তারই আলামত?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।