thanks all over
চিফ হুইপ বলেছেন, শ্রীমঙ্গল দেশের ভাল খেলোয়াড় তৈরী করে জাতীয় খেলোয়াড়ের সুনাম অর্জন করবে। তিনি বলেন, অতিতে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল মাঠে খেলা করে অনেকে জাতীয় তারকা হয়েছেন। শ্রীমঙ্গলবাসীর দাবীর কথা উল্লেখ করে তিনি বলেন, ভিক্টোরিয়া মাঠে অচিরেই স্টেডিয়াম তৈরী করা হবে। তিনি ২৫ লাখ টাকা মাঠের উন্নয়নের জন্য অনুদান প্রদানের ঘোষনা দেন। পরবর্তীতে পূর্ন স্টেডিয়াম করার সব ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রীড়া মন্ত্রনালয়।
গতকাল (শুক্রবার) বিকেলে বকতিয়ার আহমদ স্মৃতি আমন্ত্রণমুলক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্য এমএ শহীদ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মাহবুব আহমেদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার হারুনুর রশীদ।
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মাহবুব আহমেদ বলেছেন, মৌলভীবাজারবাসীর দীর্ঘ দিনের দাবী একটি সুইমিংপুল ও জিমনেসিয়াম করার জন্য। বর্তমান সরকার অচিরেই তা করবে। তিনি উপজেলা পর্যায়ে পুর্ণ স্টেডিয়াম করার পরিকল্পনা না থাকলেও শ্রীমঙ্গলে বিশেষভাবে একটি স্টেডিয়াম করা হবে।
প্রায় ২০ হাজার ক্রীড়ামোদি দর্শকের উত্তেজনাপূর্ণ পরিবেশে মহুর্মুহু হর্ষধ্বনি আর করতালীর মধ্য দিয়ে ফেঞ্চুগঞ্জ সার কারখানা ক্রীড়া সংস্থা এবং শ্রীমঙ্গল খেলোয়াড় কল্যাণ সমিতির মধ্যে ফাইনাল খেলায় ২-১ গোলে ফেঞ্চুগঞ্জ সার কারখানা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।