সিলেটে মন্দিরে হামলা চালিয়ে মূর্তি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছে মন্দির কর্তৃপক্ষ। মূর্তি ভাঙচুরকারীরা জামিনে মুক্তি পাওয়ায় তাদের মধ্যে উৎকণ্ঠা আরও বৃদ্ধি পেয়েছে। গত ৩০ মে ভোরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা সর্বজনীন শ্মশান কালীমন্দিরে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার আবদুল্লাহপুরের প্রবাসী শেখরুল আলমের নেতৃত্বে একটি ভূমিখেকো চক্র ওই মন্দিরে হামলা চালায়।
তারা মন্দির ভাঙচুর করে ২০ হাজার টাকার ক্ষতি সাধন ও ৬০ হাজার টাকার মালামাল লুট করে। ভেঙে ফেলে মন্দিরে থাকা কালীমূর্তি ও মহাদেব মূর্তি। এ ঘটনায় মন্দিরের সেক্রেটারি মলয় রঞ্জন দেব বিয়ানীবাজার থানায় ৩ জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা শেখরুল আলমকে গ্রেফতার করে। গত মঙ্গলবার সে আদালত থেকে জামিন পায়।
গত বুধবার অন্য দুই আসামি আবুল বশর ও সাহাব উদ্দিন জামিন লাভ করে। জামিনে মুক্তি পেয়েই তারা আদালত গেটে বাদিকে ধাওয়া করে বলে অভিযোগে পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয় হিন্দু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভুগছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।