আমাদের কথা খুঁজে নিন

   

শুধু পানিতে না আমাদের মনেও জীবাণু !

আমার অধিকারের তালিকা চাই!

আজ তাই ভাবছিলাম, শ্যামলির মোর এ আমার পিছনে এক রিকশাওয়ালাও ১ টাকা দিয়ে ফিল্টার পানি কিনে পান করলো। পানির জীবাণু নিয়ে তাহলে আমরা আজ সবাই সচেতন হয়ে গেছি। পানির মত আমাদের মনের জীবাণু গুলিও যদি ফিল্টার করে নেওয়া যেত! প্রাপ্ত বয়স্ক হয়ার আগেই এ দেশ পারি দিয়ে এমন দেশে বড় হলাম, সে দেশ ধর্ম নিরেপক্ষ নয়, বরং ধর্ম বিহীন একটা দেশ। কিন্তু তাদের মনে ছিলনা এই জীবাণু, তাই অন্যের বা আমার ধর্ম পালনে পাইনি কোন বাধা বা শুনিনি কখনো কোন কটুক্তি। আর আমরা বিভিন্ন ধর্মে বিশ্বাসীরা নিজের ধর্ম পালনের চেয়ে অন্যেরা কি করছে সে খবর রাখতে বেশি পছন্দ করি।

আসলে সত্যিই আমাদের খেয়ে দেয়ে কোন কাজ নাই, নাহলে চায়ের টেবিলে ঝড় কিংবা ছোট্ট নোটিশে ব্যানার নিয়ে মিছিলে বেরিয়ে পরা, আমাদের হাতে অফুরন্ত সময় যেন লম্বা কোন ছুটি কাটাjavascript:void(1);চ্ছি, আমরা পঙ্গুও নই, নিমিশে দু চারটা গাড়ী ভেঙ্গে ফেলা কোন ব্যাপার না। তাহলে নিজের যখন কোন চড়কা নেই, অন্যের চড়কায় হাত না দিয়ে উপায় নেই। ঊপরে আছেন কি কেও আমাদের একটু কাজে লাগাবেন নাকি এটাই আমাদের কাজ়, নিয়োগপত্র টা যদি একটু দেখতে পারতাম! আমরা সবাই যদি কবি হতাম কিংবা লেখক, কলমের যুদ্ধে নিশ্চই এ জাতি এতটা ক্ষতিগ্রস্থ হতো না। তা না হলে বিজ্ঞানী ভাইয়েরা পানি বিশুদ্ধ করে মিনারেল ওয়াটার আমাদের দিয়েছেন, আরেকটু কষ্ট করে যদি আমাদের জন্য কোন ফিল্টার মেশিন বের করতেন, বড় উপকার পেত এ জ়াতি। আমি শান্তি দেখেছি বলেই অশান্ত চিনি, যারা দেখেনি তাদের কাছে এটাই "মিনারেল ওয়াটার"।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.