আমাদের কথা খুঁজে নিন

   

রেস্টুরেন্ট এ অশ্লীল ধ্বনি!



আজ আমি আর আমার হবু বউ একটি চাইনিজ রেস্টুরেন্টে কিছু মুহূর্ত আদান প্রদান এবং উদর পুর্তির হেতু ভ্রমন করিয়াছিলাম।হবু বউয়ের নাক বরাবর একটু উঁচুতে একটি দুরদর্শন যন্ত্র (আধুনিক সভ্যতায় যাহা টিভি নামে পরিচিত) স্থাপন করা হইয়াছিল।আমি হবু বউয়ের মুখোমুখি বসায় আমি যন্ত্রটিকে দৃষ্টিগোচর করিতে ব্যর্থ হইয়াছিলাম ।ভোজনরসিক হিসেবে সুপরিচিত আমি যখন আমার হবু বউয়ের টাকার শ্রাদ্ধ করিয়া আমার উদর ভর্তি করার কাজে নিতান্তই ব্যস্ত ছিলাম ঠিক তখনই নারীর চিতকার এর আওয়াজ শুনিয়া খাওয়া রাখিয়া আমি মুর্ছা যাওয়ার অবস্থায় উপনীত হইলাম,হবু বউ ততক্ষণাত আমাকে জিজ্ঞাসা করিল,ওগো তোমার হইয়াছে কি?তাহারা কি খাবারে লবণ বেশি দিয়াছে? আমি উত্তর দিলাম,তুমি কী বধির? শুনিতেছনা কী ধ্বনি বাজিতেছে দুরদর্শন হইতে,দেশে কি সভ্যতা, ভদ্রতা উঠিয়া গেলো নাকি?কেহ যদি সেইমধুর (!) ধ্বনির বর্ণনা করিতে বলে আমিবলিব,কুমারি এক সাবালিকার ফুলশয্যার রাতের চিতকার এর ধ্বনি ন্যায় ধ্বনি আমার মুর্ছা যাওয়ার উদ্রেক করিয়াছিল।হবু বউ হাসিয়া বলিল, আরে কি অশ্লীল কি অশ্লীল! পরমুহূর্তে হাসিয়া কহিল ,ওই ধ্বনি দুরদর্শন যন্ত্রের ভিতরে কোন এক চিত্রনায়িকা ডিপজল এর সাথে মারামারি করার সময় ঐ ধরণের আওয়াজ কন্ঠনালি হইতে বাহির করিতেছে!আমি বলি মধুঁ, মধুঁ। দুনিয়া কত আগাইয়া গিয়াছে,এখন রেস্টুরেন্টেও এইসব ধ্বনির আগমন ঘটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.