আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধ হয়ে গেছে সব ক্যাফে আর রেস্টুরেন্ট

বন্ধ হয়ে গেছে সব ক্যাফে আর রেস্টুরেন্ট........... বৃষ্টি ভেজা রাস্তা, ফাঁকা হয়ে গেছে বাসস্ট্যান্ড....... নিয়নের লাইট্‌গুলো ঝিমিয়ে পরেছে যেন আলো দেয় ঘুম ঘুম চোখে কৈশর চলে গেছে অভিমানে বহুদুরে আমাকে মাঝপথে রেখে রাত যেন প্রেয়শী নির্ঘুম কাটে রাত এখন জীবনের স্বরলিপী ফেলে আসা দিনগুলী বিবর্ন আলপনা আঁকে স্বপ্নরা অযত্নে দুঃসপ্নের মাঝে বিমূর্ত ছবি হয়ে থাকে স্তবতা ভেঙে ডাক দেয় প্রহরীর হাতে হুইসেল বন্ধ হয়ে গেছে সব ক্যাফে আর রেস্টুরেন্ট........... বৃষ্টি ভেজা রাস্তা, ফাঁকা হয়ে গেছে বাসস্ট্যান্ড....... পার্থ বড়ুয়া (সোলস)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.