কাতারের রাজধানী দোহার প্রাণকেন্দ্রে আধুনিক সুবিধাসমৃদ্ধ তিন তারকা মানের ভূঁইয়া রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।
উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার। পুরো অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন বাংলাদেশ থেকে আগত চ্যানেল আই'য়ের ব্যবস্থাপনা পরিচালক, নন্দিত শিশুকথা সাহিত্যিক ফরিদুর রেজা সাগর।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কাতারের উচ্চ পদস্থ কর্তকর্তা এবং রাজপরিবারের কয়েকজন সদস্য।
অত্যাধুনিক সাজে সজ্জিত আলো ঝলমলে এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক দেশি-বিদেশি ডাক্তার, প্রকৌশলী, রাজনীতিবিদ, কবি সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান এক মিলনমেলায় পরিণত হয়।
বাংলাদেশি হরেক রকমের সুস্বাদু মিষ্টি ও খাবার প্রস্তুতে এই ভূঁইয়া রেস্টুরেন্টই হবে অদ্বিতীয় এমনটাই মনে করছেন কাতার প্রবাসীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।