আমাদের কথা খুঁজে নিন

   

সম্রাট হত্যার বিচার দাবিতে পলাশী মোড়ের গাড়ী চলাচল বন্ধ করে দিয়েছে ছাত্ররা,আরো দুটি গাড়ী ভাঙ্গুর



বুয়েটের ছাত্র সম্রাট হত্যার বিচার দাবিতে আজ রাত ৯টার দিকে পলাশি মোড়ের সাথে সংযুক্ত আজিমপুর,নীলক্ষেত,বকশিবাজার,ঢাকা বিশ্ববিদ্যালয়-এর প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে। ১০টার দিকে আজিমপুর থেকে পলাশি মোড়ের দিকে আগত দুটি গাড়ীর ভাঙ্গচুর করেছে ছাত্ররা। এসময়ে যাত্রীরা ভয়ে দিক-বেদিক দৈাড়া-দোড়ি করে চলে যায়। বাসের ড্রাইভার ও বাসের হেলফার পালিয়ে যেতে সক্ষম হয়।এছাড়াও ছাত্ররা সব ধরনের যানবাহন বন্ধ করে দিয়েছে । ছাত্রদের দাবি,সম্রাট হত্যার বিচার না হওয়া পর্যন্ত এলাকায় গাড়ী চলাচল বন্ধ থাকবে,উনার গাড়ীর লাইসেন্স বাতিল করতে হবে। এছাড়াও বুয়েটের মাঝ দিয়ে গাড়ী চলাচল সম্পূর্ন বন্ধ করতে হবে। উল্লেখ্য,বৃহস্প্রতিবার ইডেন কলেজের সামনে গাড়ী চাপায় বুয়েটের মেধাবী ছাত্র সম্রাট মারা যায়। উত্তেজিত ছাত্ররা বেশ কয়েকটি গাড়ী ভাঙ্গচুর করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।