আমাদের কথা খুঁজে নিন

   

জাগরণ

কবিতার ছেলে।

মানুষ বদলে যায় কত। মানুষের চোখ খুলে যায়, মোহের পর্দা পরে, অপজীবনের ধার ঘেসে – আজন্ম গেথে থাকা চিন্তা, চেতনা, আমৃত্যু প্রাপ্তির লালসা সহসা বদলে যায় কত। বহমান ব্যস্ত সময় নিয়ে আকাশ ও মৃত্তিকার মোহে যে উন্মুক্ত জীবনের সংগ্রাম চলে সে জীবন বদলে যায় কত। বদলায় বোধ, প্রাপ্ত হয় অনুসুচনা, ক্রোধ,দ্রোহ।

মানুষ বদলে যায় কত। আমিও মানুষ তাই বদলাই কতশতবার। সময়ের এক পল বদলের আগেই মানুষ বদলে যায় কত। কালের প্রবাহ বেয়ে আবেগের কৃতদাশ, ডুবন্ত সূর্যের নীলিমায় মিশে যায়। পাল তোলা নৌকার দ্বিধাগ্রস্থ বৈঠা অতলে তলিয়ে যায় কত।

আমিও মানুষ তাই বদলাই কতশতবার। সময়ের এক পল বদলের আগেই মানুষ বদলে যায় কত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।