আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগের গণ জাগরণ ।

আমি বোকা শাহবাগের গণ জাগরণ কাদের বিরুদ্ধে ? গোলাম আজম, নিজামি, মুজাহিদ, সাইদি, আর মুল্লার বিরুদ্ধে ? নাকি এরা সহ সকল যুদ্ধ অপরাধীর বিরুদ্ধে ? যুদ্ধ অপরাধীর সঠিক সংখ্যা কত? কত জন মারা গেছে আর কত জন বেঁচে আছে? কোন দলে কত জন তারকা যুদ্ধ অপরাধী আছে? যারা এক সময় স্বাধীনতার বিরুদ্ধে ছিল বর্তমানে রাজনীতিতে নেই বরং খোলস পালটিয়ে এনজিও, সমাজ সেবা, মানবাধিকার সহ বিভিন্ন নামে নতুন অভিনব ধারায় কাজ করে যাচ্ছে তারা কি যু...দ্ধ অপরাধী হিসাবে বিবেচিত হবে? যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত নই কিন্তু স্বাধীনতা পূর্ব ওই দল গুলোর সমর্থন করত তারা কি অপরাধী হিসাবে বিবেচিত হবে? পাঞ্জাবি, পায়জমা, দাঁড়ি, ছাড়া লোক কি যুদ্ধ অপরাধী ছিলনা? এই পোশাক ছাড়া কি নাট্য মন্স করা যায়না? বিশেষ ধর্মীয় দল টি ছাড়া কি বাংলার মাটিতে ইসলামের পতাকা আর কেউ উড়াতে পারবেনা? ধর্ম ভিরতিক রাজনিতি কি শুধু বাংলাদেশে আছে? নাকি বিশেষ দলের ভুলের কারণে আজ ইমানদার ভাই দের কে ও আজ সে অপরাধ মাথায় নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে? আমার ছোট মাথায় এভাবে নানান প্রশ্ন জাগে। আপনারা যারা যুবক,ঘায়ে গরম রক্তে সারাক্ষণ টগবগ করে, আমার প্রশ্নের উত্তর এক নিঃশেষে বলে দিতে পারেন তাদের কে বলছি আপনাদের চেয়ে আমি বেশি জানি। আমার প্রশ্ন তাদের কাছে যারা আবেগে তাড়িত নয়, বিশেষ দলের প্রোপাগান্ডা বাস্তবায়ন কারি নয় আবার বিচারের আগে নিজের মনে রায় দিয়ে দেয়না। তারা পারবে আমাকে সঠিক উত্তর বলে দিতে। শাহবাগের আন্দোলন ততক্ষণ নিরপেক্ষ থাকবে যতক্ষণ পর্যন্ত না এর ফসল কোন রাজনিতিক দল ঘরে তুলে না নিবে।

আন্দলনের ফসল বিশেষ দলের ঘরে চলে গেলে তা আর নিরপেক্ষ থাকবে না। কারণ তারাও রাজাকার পোষে উত্তম ভাবে। হোক না তারা স্বাধীনতার মূল বা অগ্রগামী শক্তি। যুদ্ধ অপরাধীদের বিচারের সমর্থন শুধু দলের প্রেস ব্রিফিং দিলে হয়ে যায়না । কাজে ও থাকতে হয় ।

অনেকে নাকি পর্যবেক্ষণে আছে আন্দোলন কোন দিকে যায় দেখবে, যারা সফল তাদের কে বরণ করে নিবে। তারা এখনো শস্তা রাজনীতির দিকে হাঁটে। জাতি একটা বিষয় নিয়ে পড়ে থাকতে চায়না যদিও তা অনেক গুরুত্ব পূর্ণ, যে বিষয়ের সাথে মিশে আছে পবিত্র রক্ত। আমাদের জন্য বেশি মঙ্গল যত তারাতারি এসব সমস্যার সমাধান করা যায় হোকনা কারো ফাঁসি কারো দেড়শ -দুইশ বছরের সাজা। গড়তে হবে দেশ কে নতুন ভাবে নতুন উদ্যমে।

দেশের দায়িত্ব তুলে দিতে হবে এমন মানুষের হাতে যে হবে, শিক্ষিত, মার্জিত, দেশ প্রেমিক,অন্যায়ের সাথে আপোষ হীন । নিজকে স্ব পক্ষ - বিপক্ষ বলে যাহির করে আর দুর্নীতির মধ্য ডুবে থাকলে মানুষ আপনাকেও শাহবাগে নিয়ে দাপন করে দিবে। বিশেষ কথাঃ # আগামি নির্বাচন সঠিক সময়ে হবেনা। #হাজারো অপপ্রাচার হলেও দেশি বিদেশি বিনিয়োগ আসবে। #দেশে দলীয় করণ আরও বাড়বে।

#দেশের SSC ও HSC তে GPA-5 আগের তুলনাই বাড়বে ( আমি গণক বা জ্যোতিষী নই, এটা আমার ক্ষুদ্র বিশ্লেষণ ) ##ব্লগার দের জাতি অনেক দিন মনে রাখবে যদি তারা আন্দোলনের শুরুর নেই শেষ টি ও করে দেখাতে পারে। ## ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।