আমি বেশ চুপচাপ!!
নারী জাগ্রত হোক,
পথ চলুক পুরুষের সাথে,
সব কাজে থাকুক সমান অংশিদারীত্ব,
দায়িত্ব হোক সম বন্টিত..........
দশের লাঠি একের বোঝা.......নারী যদি এগিয়ে আসে পুরুষদের কোন সমস্যা আছে বলে মনে হয়না। উপরন্তু সহ-ধরমীনির সাথে সাথে একজন সহ-কর্মী পেয়ে যায়।
কিন্তু কথা একটাই,,,,,,,,,,সেটা যেন হয় বেগম রোকেয়ার আদর্শ মতে, যাকে নারী জাগরণের পথিকৃত বলা হয়। যিনিই প্রথম বলেছিলেন--"জাগো গো ভগীনি"। যার ডাকে সেদিন নারীরা বাইরে এসেছিল।
পরিতাপের বিষয় হচ্ছে, নারী জাগরণ আর স্বাধিনতার নামে আমরা এখন এ কি দেখছি?
আচ্ছা বলেন তো বেগম রোকেয়া কবে জিনস কিংবা হাতা কাটা ব্লাউজ পড়েছিল?
কবে বেগম রোকেয়া তার স্বামীকে নির্যাতন করেছিল?
কবে তিনি বলেছিলেন যে তার বিয়ের দেনমোহর ১৫ লাখ টাকা হতে হবে?
কবে তিনি হিন্দি সিরিয়াল নামের ঐ বিশ্রি সংস্কৃতি (যেখানে একজনের স্বামী/বউ কয়েকজনের সাথে নোংরামী করে বেড়ায়) দেখেছিলেন?
কবে তিনি তার স্বামীকে বলেছিলেন যে....আজ তুমি রান্না করো?
কবে তিনি বলেছিলেন যে মেয়েরা তোমরা স্বামীর কথা শুনবেনা?
কবে তিনি বলেছিলেন যে বউকে দামী-গহণা না দিলে ঔ স্বামী বাদ দিয়ে আরেকজনকে বিয়ে করো?
কবে তিনি বরেছিলেন যে প্রেম করো স্মার্ট ছেলে দেখে আর বিয়ে করো টাকাওয়ালাকে?
কবে তিনি বলেছিলেন যে গিফট পাওয়ার জন্যে ৩-৪ প্রেম করে ছ্যাঁকা দিয়ো?
সেই "জাগো গো ভগীনি" এর নামে মেয়েরা কি করছে এসব?
তারা স্বাধিনতার অপব্যবহার কি করছেনা?
তোমরা তসলিমা নাসরিন নয়.......বেগম রোকেয়া হও........
......................"জাগো গো ভগীনি"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।