এখন এভাবে দেখুন,
বিশ্বাসী অবিশ্বাসী সকলের কাছে একটি অনুরোধ, নিচের চারটি ছবি দেখে কি মনে হয়? একই জায়গা নাকি এডিট কিম্বা ফটোশপ। যদি এডিট না হয় তাহলে এই একই জায়গায় না গিয়ে কি ছবি তোলা সম্ভব? খুব খেয়াল করলে কিন্তু বোঝা যাচ্ছে একদম ডান এবং বাম পাশেরর ছবির মানুষটির অবস্থান কিন্তু বাকি দুজনের থেকে একটু উপরে। আমি জানি লজিক ছাড়া এখন অনেকেই বলবেন প্রমান দেন উনি উঠছেন। তারা দয়া করে এই খানে কোন মন্তব্য করতে আশবেন না, আমাকে মাফ করেন। তবে কারও প্রস্ন থাকলে - তাকে অবশ্যই স্বাগতম ও স্রধা।
এখানে একটা জিনিস বলে রাখা দরকার, মুসা ছবি যে ফটোশপ করা নয় তা অনেক আগেই প্রমানিত, আর মুহিত এর ছবি যে এডিট করা হইছে এটাও প্রমানিত।
প্রসঙ্গত নিশাতের কোন ছবি আমার কাছে নাই, তবে তিনিও এভারেস্ট এ প্রথম বাঙ্গালী মেয়ে হিসেবে উঠেছেন এটা আমি বিশ্বাস করি। মুসা যে এভারেস্ট এ উঠেছে এই ছবিটিই প্রমান। আরও কোন প্রমানের দরকার আছে বইলা মনে হয় না। তবে এটা দিয়েও যদি প্রমান না হয় তিনি উঠেছেন, তাহলে বলবো- বাদ দেন- প্রথম বাংলাদেশী বাঙ্গালী হিসেবে আমি স্বপ্ন দেখা শুরু করলাম।
সপ্নসার নিয়া সমস্যা হবে না। আদালতের চোখে কিম্নতু কালো পট্টি লাগানো থাকে তাই বইলা তিনি অন্ধ নয়, উনি যুক্তটিতে চলেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।