আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগ দেশকে কি দিবে?



আমাদের কয়েকজন বন্ধুদের মধ্যে আলোচনা হচ্ছিল কে আর্জেন্টিনা আর কে ব্রাজিলের সমর্থক (ফুডবল খেলার ক্ষেত্রে) তো শেষমেষ দেখা গেল ব্রাজিলের সমর্থক বেশি এবং একজন জনৈক ব্রাজিলের সমর্থক আমার এক বন্ধুকে (আর্জেন্টিনার সমর্থক) টিজ করতে লাগল। তো আমার বন্ধুটি (আর্জেন্টিনার সমর্থক) বলল কিরে তুই ব্রাজিল না আওয়ামী লীগরে বাবা!! তো এই হল আমাদের দেশের আওয়ামী লীগের নমুনা প্রত্যেকটি ক্ষেত্রেই এরা সহিংস রুপ ধারন করার জন্যই এদের সাথেই পরিমাপ করা হয় সহিংস ব্যাপার। আপনারা কেউ কি বলতে পারবেন আঃলীগ এদেশের সাথে প্রতারনা করেনি ১০ টাকা কেজি চাল বিনামূলে সার দেয়া প্রতিশ্রুতি তারা দেয়নি? এটা প্রমান হয়ে গেছে যে তারা নির্বাচনের আগে প্রতারনা করেছ। আনুষ্ঠানিকভাবে বি এন পি পল্টনে দেখিয়ে দিয়েছে যে তারা(আঃ লীগ) কিভাবে প্রতিশুতি দিয়েছে। আর এখন সবার উদ্দেশ্যে বলতে চাই চাল কয়টাকা করে খান? এখন সবচেয়ে আলোচিত বিষয় যুদ্ধাপরাধ।

আমার বয়স অত্যন্ত কম। একাত্তরে কি হয়েছে তা আমি দেখিনি আর শুনতে গেলেও সঠিক তথ্য আমার মনেহয় পাও যায় না। একটি উদাহারন দেই আঃ লীগ জিয়াকে স্বীকার করে না। জিয়া কি কুত্তা? জিয়া ক্ষমতায় আসেননি তাকে ক্ষমতায় জনসাধারন বসিয়েছে। আর হ্যা যা নিয়ে বলছিলাম যুদ্ধাপরাধ।

যেহেতু আমি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট জানি না সেহেতু এটুকু আমি চাই যুদ্ধের সময় কেউ যদি হত্যা ধর্ষনের মত জঘন্য অপরাধের সাথে জরিত থাকে তাদের বিচার করা হোক কঠিন বিচার। কিন্তু সাধারন জনগনের চোখে মুলা দেখিয়ে যুদ্ধাপরাধের নামে প্রতিপক্ষকে আক্রমন করা যেন না হয়। আর বর্তমান ধর্ষনকারীদের কি হবে ইডেন এর ছাত্রীদের সতীত্তের কোন দাম নাই তারা কি জন্মগত লটি? সরকারকে বলছি তাদেরও বিচার করতে হবে। নইলে আগামী নির্বাচনে আপনাদের বিচার হয়ে যাবে ইনশাল্লাহ। তারা কেন সেই বিশ্ববিদ্যালয়ের ধর্ষক সেঞ্চুরিয়ানকে বিদেশ যেতে দিল।

কেন তার বিচার করল না? পরিশেষে কিছু প্রশ্ন? বাঙ্গালীরা যা চোখে দেখেছে তাদের বিচার করুন একসাথে ১। যারা আদালতে দম্বের সাথে উক্তি দিয়ে বিচারককে ভয় দেখায়। ২। যারা ধর্ষনের সেঞ্চুরি করে টিকে থাকে সরকারের ছত্রছায়ায়। ৩।

যারা ইডেনের ছাত্রীদের ধর্ষন করেছে। ৪। যারা ফেনীতে শত শত লোক মেরেছে। ৫। যারা সব ছাত্র সংগঠনকে একসাথে বের করে দিয়ে একাই রামরাজত্ত কায়েম করেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.