Dream Today,Create Tomorrow........
কেমন আছেন সবাই...? আশা করছি ভালোই আছেন। আমি ভাই এ বাংলার সাধারন একটা মানুষ।
কিছু প্রশ্ন আসছে তাই আমার সব ভাই বোনদের সাথে শেয়ার করলাম।
এখানে অনেক ভাই আছেন অনেক কিছু জানেন সুতরাং ভুল হইলে ধরাইয়া দিয়েন..........
প্রসঙ্গ এক....
ভাই এই দেশটা কি আমাগো সবার না...? আমরা কি এই দেশের ভালো চাই না? একটা সাধারন রিক্সাওয়ালা ও বুঝে স্বাধীনতার এতো বছর পরও কেন সোনার বাংলা হয় নাই....... কিন্তু যারা দেশ চালায় তারা কেন বুঝেও বুঝে না ভাই........? তাগো বুঝলে কাগো ক্ষতি তাদের না দেশের?
প্রসঙ্গ দু্ই....
আমারা এই ছোট সাধারন মাথায় আমি যা বুঝি যে সকল দেশের প্রধানরা চায় তার নিজ দেশের স্বংয়সম্পূর্নতা। আমাদের দেশের প্রধানরা (য়ারা দেশ চালায়) তারা মনে হয় চায় না।
কারন আজও আমাদের দেশ প্রধানরা ব্যক্তিগত নামকরন নিয়ে ব্যস্ত। যার যা সম্মান তা আমাদের প্রধানরাই তো দিতে শিখে নাই আমরা শিখবো আর কিভাবে। যদি দেশ নিয়ে,দেশের সাধারন মানুয়
নিয়ে মুখে না চিন্তা করে অন্তর দিয়ে অনুভব করতো তবে এতো এতো টাকা খরচ করে বিমানবন্দরের নাম পরিবর্তন না করে টাকাটা দেশের কোন কাজে লাগাতো। ভাই আমি অধম এইটা বুঝলাম তারা বুঝলো না কেন? তা হলে কি তাদের চেয়ে আমার মাথা বড়? যদি তাই হয তবে তারা দেশের কর্ণধার আমি হইলাম না কেন?
প্রসঙ্গ তিন...
স্বপ্ন একটা বিশাল জিনিস। কোনও ভালো কাজই স্বপ্ন ছাড়া হয়নি কিন্তু শুধু স্বপ্ন ই কি সব? আমাদের নেতারা তো জনগনের টাকায় মাশাল্লাহ অনেক দেশ ই যান।
ওই দেশ কিভারে এই পর্যায়ে আসলো,তাদের সরকারী দল,বিরোধীদলের নেতারা কার সাথে কেমন আচরন করে,দেশের
কোন ব্যপারে তারা কি আচরন করে,দেশ আগে না নিজেদের স্বার্থ আগে তা দেখে এইসব আমাদের মাহান !
নেতারা বুঝেন না?
আমি রাজনীতি কিছুই ই বুঝি না। তাই আর প্রসঙ্গ লিখতে ইচ্ছা করছে না কিন্তু আর অন্যান সব সুন্দর দেশ দেখে কি আমার ইচ্ছে করে না আমার
দেশটা সেইসব দেশের মতো হউক। আমার কি ইচ্ছা করে না একটা সুন্দর জীবন গড়তে?
আমার কেন চলতে ফিরতে এতো ভয়?আমি কেন সব নাগরিক সুবিধা পাই না?আমি কেন একটা সুন্দর স্বপ্ন দেখতে পারিনা?কেন,কেন,কেন অনেক কেন..........???
কোনটা আমার পাপ.......... এই দেশে জন্মে,দেশকে ভালোবেসে নাকি এই দেশের ক্ষমাতাসীন কারাও ঘরে
জন্ম না নিয়ে সাধারন জনগন হয়ে.........?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।