কালের স্রোত
ফ্রান্সের কান শহরে ৬৩তম চলচ্চিত্র উৎসবে আলজেরীয় সংগ্রামের ওপর নির্মিত একটি ছবি প্রদর্শনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। হর্স লা লোই ছবিতে দেখানো হয়েছে, আলজেরীয় নাগরিকরা স্বাধীনতা অর্জনের জন্য ফ্রান্সের বিরুদ্ধে লড়াই করছে। ফ্রান্স-আলজেরিয়ান পরিচালক রিচার্ড বৌচারেব পরিচালিত হর্স লা লোই ছবিটি শুক্রবার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলে ফ্রান্সের দক্ষিণপন্থি রাজনৈতিক দলের কর্মীরা বিক্ষোভ করে। তাদের অভিযোগ, ছবিতে ফ্রান্স বিরোধী বিষয়বস্তু রয়েছে। ৮ বছর লড়াই করার পর আলজেরিয়া ১৯৬২ সালে
ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
হর্স লা লোই (আইন বহির্ভূত) ছবিতে দেখানো হয়, ১৯২৫ সালে সেটেলার কর্তৃক বাড়ি দখল হওয়ায় আলজেরীয় ৩ ভাই অসহায় হয়ে পড়ে। তাদের কয়েক দশকের জীবন সংগ্রাম নিয়ে আবর্তিত হয়েছে ছবিটির কাহিনী। ছবিতে একটি দৃশ্যে দেখানো হয়, ফরাসি সেনারা ১৯৪৫ সালে আলজেরিয়ার সেটিফ শহর ধ্বংসস্তূপে পরিণত করে। এ সময় প্রায় ১৫ থেকে ৪৫ হাজার মানুষ নিহত হয়।
ছবিতে এ দৃশ্য থাকায় মুক্তির কয়েক সপ্তাহ আগে থেকেই এ ছবির বিরুদ্ধে ফ্রান্সে প্রতিক্রিয়া দেখা দেয়।
কানে শুক্রবার ব্যানার ও ফ্রান্সের পতাকা নিয়ে একদল বিক্ষোভকারী বিক্ষোভ করার সময় দাঙ্গা পুলিশের বাধার মুখোমুখি হয়।
ছবিটির পরিচালক রিচার্ড বৌচার বলেন, ঔপনিবেশিক আমলের আলজেরিয়া ও ফ্রান্সের সম্পর্ক নিয়ে এখনো ফ্রান্স ও আলজেরিয়ার মধ্যে টানাপোড়েন আছে, সেটা আমি জানি। ছবিটি দেখার আগেই আমাকে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।