সময়ের পথে হাটি ,যদি কখনো সময়ের কোন গলিতে তোমার দেখা পেয়ে যাই।কখনো জেগে ভাবি কখনো নিদ্রায়,কখনো অজান্তে কখনো তন্দ্রায়,
অন্তহীন এ পথচলা তবুও ঢেউয়ে ক্লান্ততা নেই নদীর জলে।
ভাবনার ডিঙ্গি বেয়ে যাই,সামনে যে আরও বিশালতা,
আমার সঙ্গী হবে কে?সকাল দুপুররা যে ব্যস্ত,সন্ধ্যার কাছেও আমার ঠাই নাই।
সূর্যকে আঁচলে ঢাকে সাগর নববধূ যেন সে!
তীরের বালি কানে কানে বলে আমার কোলে ঘুমিয়ে পড়,ঝিনুকের বালিশ দেব.......
কোন দশমীর চাঁদ তুমি,অকারন জোৎস্না ভেজাও চোখের জলে।
আমার দুঃখ সে তো দীঘির পারে ভোরের হাওয়ায় শিশির কোলে......
সময় বয়ে যায় আমি আছি পাড়ের রাস্তায়,জানিনা কোন কলমীলতায় আটকে আছে আমার আশা..কোন এক সময় পাওয়া হবে,হয়ত আজ নয়ত কাল,অপেক্ষার সময় মাত্র।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।