যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে
"আজি তোমায় আবার চাই শুনাবারে" ... প্রিয় গান মনের ভিতরে ঘুরে ফিরে। নিজের কাছে গানটা নাই। তাই শোনারও উপায় নাই। বাদল দিন, বর্ষনমুখর সন্ধ্যা , অন্ধকার করে আসা মেঘ, অথবা অবিরাম বর্ষণ নিয়ে রবীন্দ্রনাথের অসাধারন গানগুলোর ভিতরে একটা। কয়েকদিন আগে সিঙ্গাপুরে পর পর খুব বৃষ্টি হলো।
তখন থেকে মাথায় ঘুরছে গানটা। গানটার কথাগুলো এরকম-
আজি তোমায় আবার চাই শুনাবারে
যে কথা শুনায়েছি বারে বারে।
আমার পরানে আজি যে বাণী উঠিছে বাজি
অবিরাম বর্ষণধারে\
[গাঢ়]কারন শুধায়ো না, অর্থ নাহি তার,
সুরের সঙ্কেত জাগে পুঞ্জিত বেদনার। [/গাঢ়]
স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া উঠে ক্ষনে ক্ষনে
[গাঢ়]কানে কানে গুঞ্জরিব তাই বাদলের অন্ধকারে\ [/গাঢ়]
গীতবিতান। রবীন্দ্রনাথ ঠাকুর।
1939।
--------------------------------
কারো কাছে থাকলে মেইল করে দিবেন প্লিজ? অথবা অনলাইনে থাকলে লিংকটা।
ইমেইল: mailsadi @ yahoo . com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।