কে ছিলেন আরজ আলী? অনেকেই মুখস্ত উত্তর দেবেন, একজন দার্শনিক, কেউ বা উত্তর দেবেন বাঙলার লোকায়ত দার্শনিক। কেউ বা ওনার গ্রাম্য কৃষকের পরিচয়টাকে মূখ্য করে তুলবেন। আরজ আলী মৃত্যুর আগে তার জীবনি লিখে রেখে গেছেন, দিয়ে গেছেন তার পরিচয়। নিজেকে তিনি বিশেষ কোন আখ্যায় আখ্যায়িত করেননি, বলেছেন তিনি গ্রামের কৃষক, আমিনের কাজ করেছেন, যৌবনে সখের গায়েন ছিলেন, সবকিছু ছাপিয়ে নিজের উৎসুক, জ্ঞান পিপাসু পাঠক আর জিজ্ঞাসু চরিত্রটাকেই তিনি বেশি গুরুত্ব দিতে চেয়েছিলেন। তিনি জীবিত থাকতেই অনেকে তাকে নিয়ে লিখেছেন, তার মৃত্যুর পর আরো বেশি। তার কাজ ও জীবনি নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক পুস্তক। তারপরও কি এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে, কে ছিলেন আরজ আলী?
বিস্তারিত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।