আমাদের কথা খুঁজে নিন

   

ভদ্র এবং ছন্দময় ফুটবল খেলে শুধুমাত্র আর্জেন্টিনা।

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।

ব্লগে ইদানিং দেখছি ফুটবল নিয়ে বেশ মজার মজার পোস্ট হচ্ছে। আমিও একটা পোষ্ট দিলাম সাহস করে। অনেক ব্রাজিল ভক্তকে দেখছি লিখছে, "কাপ বেশি জেতে ব্রাজিল সুতরাং তারা ফুটবল ভাল খেলে, ব্রাজিল ই একমাত্র দল যারা সবকটি বিশ্বকাপে অংশগ্রহন করেছে।

" অনেক আর্জেন্টিনা ভক্তকে দেখেছি এই যুক্তি খন্ডাতে লিখছে, "ব্রাজিল কাপ বেশি নিয়েছে এর মানে এই না যে তারা ভাল খেলে, আমরা ভাল খেলা দেখে সাপোর্ট করি, আর্জেন্টিনাই একমাত্র দল যারা ল্যাতিন/ছন্দময় ফুটবল খেলে, ব্রাজিল পেশী শক্তির খেলা খেলে ইদানিং। " আমার কথা হলো আর্জেন্টিনা এত ছন্দময়/ভদ্র খেলে যে ফুটবল ইতিহাসে হাত দিয়ে খেলার একমাত্র নজির তাদের আছে। পা দিয়ে লাথি দেয়া বেয়াদবি, সুতরাং হাত দিয়ে খেলা উচিত। আপনাদের ২ টা গোল দেখতে অনুরোধ করবো। দেখুন ফুটবল ঈশ্বর ম্যারাডোনা Click This Link , আর বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় মেসি Click This Link ।

২ জনই হাত দিয়ে গোল দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন ওরা লাথালাথি করে না, হাতাহাতি করে। হাতাহাতি নিশ্চয়ই লাথালাথির চেয়ে ঢের ভদ্রতার বার্তা বহন করে। ফুটবল ইতিহাসে এমন আর কোনো গোল আছে কিনা আমার জানা নেই। খেলা দেখে যদি পছন্দ করতে হয় তাহলে আর্জেন্টিনার চেয়ে ভাল অন্তত ৪/৫ টি দল এই বিশ্বকাপে যাচ্ছে। মেসি আছে বলেই ৪/৫ টি বললাম, অন্যথায় ১৬ টি বলতাম, কারণ সেক্ষেত্রে তারা প্রথম রাউন্ড পার হতে পারতো কিনা সন্দেহ।

আজও বাংলাদেশে ৬০ ভাগ মানুষ আর্জেন্টিনার সাপোর্টার, কারণ ঐ ম্যারাডোনা। ম্যারাডোনার খেলা যারা দেখেছে তারা ম্যারাডোনাকে ভুলতে পারবে না এটা স্বাভাবিক। কিন্তু আমরা যারা ২০/৩০ বছরের ছেলেরা আছি আমরা আর্জেন্টিনাকে কেন সাপোর্ট করবো? খেলা দেখেই তো সাপোর্ট করবো নাকি? ওদের দলে কি ম্যারাডোনার পরে ভাল কোনো খেলোয়াড় এসেছে? আসেনি। রোনাল্ডো, জিদান, রোনাল্ডিনহো এগুলোই ছিলো সেরা প্লেয়ার, এরা অনেক সফল ছিল ফুটবলার হিসেবে। ১৯৯০ এর পরে বিশ্বকাপে ভালো খেলেনি কখনো।

এর পরও যারা আর্জেন্টিনার খেলার সাপোর্ট করে তারা কিভাবে দাবি করে আর্জেন্টিনা ভাল খেলে বলে সাপোর্ট করে? মেসি অনেক ভাল খেলে, নিঃসন্দেহে এখন বিশ্বের এক নম্বর খেলোয়াড়, তার পরও যখন আর্জেন্টিনার হয়ে খেলে খারাপ খেলে। একজন খেলোয়াড় কিছুই করতে পারে না, তাহলে পর্তুগাল অনেক ভয়ংকর দল হতো। একটা ভিডিও দিলাম আর্জেন্টিনা এবং ব্রাজিল ভক্তদের জন্য, দেখুন http://www.youtube.com/watch?v=TAyklhjtzb0 কাকা বল নিয়ে দৌড়াচ্ছে আর আমাগো মেসি এমনি এমনি দৌড়াচ্ছে, তারপরও কাকার পাছাও ছুতে পারেনি মেসি । সবশেষে বলি, খেলা দেখে সাপোর্ট করুন খেলোয়াড়দের চেহারা দেখে না। আমি ব্রাজিলের ভক্ত (কারন গুলি আগেই বলেছি), আর্জেন্টিনার খেলাও ভাল লাগে।

তবে বিশ্বকাপের কথা যদি বলেন আর্জেন্টিনার চেয়ে ভাল খেলবে স্পেন, ইটালি, ইংল্যান্ড। ওদের খেলাও দেখবো অনেক আগ্রহ সহকারে। একটা গল্প বলে শেষ করি, আমার এক চাচাত ভাই আশেপাশের কাউকে দাম দিতে চাইতো না কখনো। একবার তার চাচাত ভাই সম্পর্কে নতুন আত্নীয়দের সামনে বলেছিলো , "ও ক্লাসের ফার্স্ট বয় কারণ ওর ক্লাসে কোনো ভাল স্টুডেন্ট নেই। " আরজেন্টিনার ভক্তদের অবস্থা এমন, "ব্রাজিল বেশি কাপ নিয়েছে/ অনেকবার ফাইনালে উঠেছে এর মানে এই না যে ওরা ভাল খেলে"।

আমার চাচাতো ভাই যেটা বলেছিলো সেটা হবে "ও ক্লাসের ফার্স্ট বয় কারণ ওর ক্লাসে ওর চেয়ে কোনো ভাল স্টুডেন্ট নেই। " এভাবে ভাবুন খেলাকে উপভোগ করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।