আমাদের কথা খুঁজে নিন

   

Blogspot blog এ ভিজিটর Counter যোগ করা

হাই, আমি শারমিন টুম্পা।

আজকে আমার লেখাটা যারা একেবারে নতুন নিজের একটা ব্লগ বানিয়েছেন তাহাদের জন্য । কারন আমি ও নতুন ব্লগ বানিয়ে তার মধ্যে ভিজিটর কাউন্টার যোগ করতে গিয়ে প্রথমে যোগ করতে পারছিলাম না পরে অনেক ঘাটাঘাটি করে যোগ করলাম তাই তা আজ আমার মত নতুনদের জন্য শেয়ার করলাম যদি কারো একটু উপকার হয় তবে নিজের পরিশ্রম টা সার্থক মনে হবে। তা হলে এবার কথা না বাড়িয়ে নিজের ব্লগ এ ভিজিটার কাউন্টার যোগ করা শুরু করি দিই্। প্রথমে এই খানে ক্লিক করুন তার পর Register এ ক্লিক করুন Create new account Login data সঠিক ভাবে পুরন করুন।

এখানে আপনার মেইল ID দিয়ে দিন্। তারপর তারা আপনার মেইলে "complete your histats registration please click on the link belowhttp://www.histats.com/viewstats/?act=1&operation=1002&u=759790xc4daf03f2 or copy the url into the browser, this will activate your account. একটা মেইল পাঠাবে তাতে লিন্ক এ ক্লিক করে আপনার account activate করুন । এর পর আপনার মেইল আইডি এবঙ পাসওয়াড দিয়ে Login করুন তারপর Control panel এ চলে আসবেন । এবার Add a website এ ক্লিক করুন। এরপর Create new website/blog এর 1. website data গুলি যথাযত পুরুন করুন এবং নিচের Continue ক্লিক করুন।

ঠিক মত পুরুন করলে আপনি উররের দিকে Counter code লেখা দেখতে পাবেন এবার তাতে ক্লিক করুন। এবার Add New counter code এ ক্লিক করুন। তার পর Choose a category নামে একটা চার্ট আসবে তাকে আপনি নিজের পচন্দ মত choose করে যে কোন counter এ ক্লিক করুন। তারপর ০৩ Choose information to show on the counter নামে একটা চার্ট আসবে তাতে Site info গুলি পুরুন করুন । এবং save বাটনে ক্লিক করুন।

তারপর Stand standard counter counter এর নিচে counter id : 1018903 দেখতে পাবেন এ্ই counter counter id : 1018913 তে ক্লিক করলে আপনার ভিজিটর কাউন্টার এর প্রিভিউ দেখতে পাবেন। এবং আরো নিচে Paste this code in your HTML editor where you would like to display the counter, at the bottom of the page, in a table, div or under a menu. এবার HTML COde গুলি কপি করুন। এবার আপনার ব্লগটি নগইন করুন এবং লে-আউট অপসনে যান তার পর 3. Click on 'Add a Gadget' এ ক্কিক করুন Select 'HTML/JavaScript' এ কপি করা HTML CODE গুলি PAST করুন । ব্যস হয়ে যাবে। মন চাইলে আমার ব্লগ এ ঘুরে আসতে পারেন


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.