আল্লাহর ভয়ে আমি ভীত নই, তবে উহার বান্দাদের ভয়ে আমি সন্ত্রস্ত।
আমাদের সমাজে বহুল প্রচলিত কিছু শব্দ বা শব্দমালা আছে, যা ব্যবহৃত হয় কোন বিষয়কে বিশেষায়িত করতে। কিন্তু এই শব্দ বা শব্দমালাগুলো কখন কি অর্থে ব্যবহৃত হয় তা বোঝা বড়ই কঠিন। আপনারাই দেখুন, অশ্লীল বা অসামাজিক, আপত্তিকর এই ধরণের বিশেষন যখন কোন ব্যাক্তি বা তার কোন কাজের (যেমন, চিত্র, গল্প, কবিতা, ছবি ইত্যাদি) আগে বসিয়ে দেয়া হয় তখন ওই ব্যাক্তি কিরকম বিব্রতকর ও অপ্রস্তুত অবস্থায় পড়ে তা বলাই বাহুল্য। আমি নিজেও ক্যাম্পাসের বিভিন্ন প্রজেক্টে কিছু নতুনত্ব আনতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হই
একই কাজ অনেকের কাছে অত্যন্ত প্রশংসিত হয়, আবার অনেকে মন্তব্য করে অশ্লীল, আপত্তিকর . . . ।
স্লাইড প্রেজেন্টেশনে আমার এক বন্ধু একবার ছবি দিয়েছিল যে, এক দম্পতি সোফায় হাত ধরে বসে হাস্যজ্বল মুখে সিনেমা দেখছে। ছবিটি প্রাসঙ্গিক ছিল। প্রেজেন্টেশনটি ছিলই কয়েকটি মুভি রেন্টাল কোম্পানির উপরে, আর তেমনি এক কোম্পানির বিজ্ঞাপন ছিল ছবিটি। আমার বন্ধুর ভাষায় “স্লাইডটি আসার পরই দেখলাম সমস্ত ক্লাসজুড়ে ফিসফিসানি শুরু হয়ে গেছে, অনেকে মুচকি দিয়ে আর মেয়েরা মুখ টিপে হাসছে। গ্রুপের অন্য মেয়েরা বলতে লাগলো, ‘ এটা কি দিয়েছো? স্যার তো .. দিবে’।
স্যার অবশ্য ওভারঅল স্লাইডের প্রশংসাই করেছিল। এরপর ক্লাসের অন্যান্যদের মন্তব্য জানতে চাইলে বেশিরভাগই প্রশংসা করলেও অনেকে সেই শব্দগুলোই (অশ্লীল, আপত্তিকর) উচ্চারণ করে। যদিও কেন অশ্লীল, আপত্তিকর বলা হচ্ছে জানতে চাইলে অবশ্য আর কিছু বলে না। আমার বিব্রতবোধও আর কমে না”।
কোন ছবি কার কাছে অশ্লীল বলে বিবেচিত হবে তার কোন ঠিক নেই।
কারণ অশ্লীলতার যে কোন সংজ্ঞাই নেই। আর এর ফলে একটা ছোট বিষয়ের ভূল বোঝাবুঝি অনেক বড় আকার ধারণ করে। মোস্তফা সরওয়ার ফারুকী তার ‘ফার্স্ট ডেট’ নাটকটিতে আধুনিক কালের তথা প্রাইভেট ভার্সিটি পড়ুয়াদের প্রেমের আধুনিক স্টাইলটিকে বেশ স্পষ্টভাবেই তুলে ধরেছিলেন। কিন্তু এতেও দেশের একশ্রেণীর মানুষের কি কারণে যে গাত্রদাহ শুরু হয়েছিল তা উনারাই বলতে পারবেন। প্রথম আলোর ‘আনন্দ’র এক সংখ্যায় এক লেখক ওই নাটকটিকে বলেছিল, ‘এক বিকৃত রুচির যুবককে নিয়ে রচিত একটি বিতর্কিত নাটক’।
ওই যুবক যদি বিকৃত রুচির হয় তবে তো বলতে হয় দেশের প্রাইভেট ভার্সিটির সমগ্র বর্তমান প্রজন্মই বিকৃত রুচির।
আমি নিজেও হয়তো এসব শব্দের ভুল প্রয়োগ কখনোও কখনোও করে ফেলি। (এবং ফলও ভোগ করি)। কিন্তু কি করব? অশ্লীলতার সংজ্ঞাই যে আমার জানা নেই। নিজে তৈরি করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।
তাই আপনাদের নিকট অনুরোধ, কারও যদি অশ্লীলতার সংজ্ঞা জানা থাকে, বা কেউ যদি নিজে তৈরি করতে সমর্থ হন তবে তা আমাদের জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।