ভালো।
মিডিয়া জগতের নোংরামি এখন আমরা সকলেই অবগত। কিছুদিন আগে এক স্বনামধন্য মডেল ও নায়িকা প্রভার লাগাতার উছৃঙ্খল জীবনের ফল কিছু নোংরা রগরগে ভিডিও ফাস হয়ে পরে। যা বাংলাদেশের শিশু থেকে বৃদ্ধ মোটামুটি সবাই তা উপভোগ করেন। বহূদিন মিডিয়ার বাইরে থেকে এখন উনি আবার মিডিয়ায় সক্রিয় হচ্ছেন, উনাকে আবার টিভি পর্দায় দেখা যাবে।
আমাদের নাইন টেনের ছোট ভাইরা প্রভাকে দেখবে ও শিখবে কি করে রাজীব হওয়া যায় আর প্রভাদের কি হয়। পত্রপত্রিকায় প্রভার ফিরে আসার পক্ষে খুব ইনিয়ে বিনিয়ে লেখালেখি হচ্ছে আমার প্রশ্ন ব্যাক্তির অশ্লীলতার দায়ভার আমাদের সমাজ কেন বহন করবে?সমাজে যেসব লোক পতিতাবৃত্তি করে তারাও চেষ্টা করে ব্যাপারটা গোপন রাখতে এমনকি পতিতারাও নিজেদের পতিতা পরিচয় গোপন রাখতে চায়। সেখানে একজন মিডিয়াকর্মীর প্রকাশিত ও ব্যাপক আলোড়িত ভিডিওর পর কিভাবে আবার তাকে মিডিয়ার সামনে হাজির করা হয় উনি নিজেই বা কিভাবে হাজির হন?কখনও কি উনার মনে হয় না সমাজটায় উনি ছারাও আরো লোক বসবাস করেন। সময়ের সাথে সাথে আমরা নীতিহীন নির্লজ্জ বেহায়ায় পরিনত হচ্ছি। আমাদের ভবিষ্যৎ অন্ধকার।
নগ্নতা অশ্লীলতা এগুলো আধুনিকতা না। আধুনিক বিশ্বে প্রকাশ্য নগ্নতাকেও অনুৎসাহিৎ করা হয়। প্রভা তার ব্যাক্তিগতজীবনে কি করেছেন বা করবেন সেটা উনার ব্যাপার কিন্তু উনার কর্মকান্ডে যখন একটি বিশাল গোষ্ঠীর নৈতিকতা লঙ্ঘিত হয় তখন সেটা সমাজের ব্যাপার। প্রভা আপনি ভালো থাকুন কিন্তু দূরে থাকুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।