অন্ধ বিশ্বাসী নই। www.lekhok.com www.lekhok.net
ভাঙা কুলা দেখছ? ভাঙা কুলা,
ময়লা ফেলা ভাঙা কুলা।
আমি এক ভাঙা কুলা,
ময়লা ফেলা ভাঙা কুলা।
কাজের পরে দিনের শেষে,
জায়গা হয় উঠানের পাশে।
বলছি আমি এক ভাঙা কুলা,
জলন্ত চুলা, তপ্ত ছাই ফেলা।
একদা ছিলাম অনেক ভালো,
পড়ত চোখে কত সুখের আলো,
ধান উঠার পরে,
থাকতাম আমি সবার ক্রোড়ে।
কিন্তু এখন নেই আমার দাম,
নেই সেসব দিনের সোনালী নাম।
নেই সেসব স্মৃতি,
মনে রাখে নি কেউ আমার কৃতি।
এখন আমি শুধুই ভাঙা কুলা,
থাকতাম না, যদি না থাক চুলা।
আজ জীবন মোর সাঁজে,
ময়লা ফেলার কাজে।
বলছি আমি এক ভাঙা কুলা,
ময়লা ফেলার ভাঙা কুল।
নীলমেঘ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।