Click This Link
Click This Link
বৃহত্তর খুলনার ৭১টি নদী (সুন্দরবন ব্যতীত)
ভদ্রা, আঠারোবাকী, আলাইপুর খাল, খোলপটুয়া, শিবসা, রূপসা, বলেশ্বর, গাসিয়াখালী, পশুর, আড় পাঙ্গানিয়া, ওড়াটামা, ইছামতি, নমুদ সমুদ্র, সোনাগাঙ্গ, ভাঙ্গরা, কুঙ্গা, মালঞ্চ, সাতক্ষীরা, সুতেরখালি, রাইমোঙ্গল, মারজাতী, হরিণ ভাঙ্গা, মহাগঙ্গা, গলাঙ্গী, খোলপেটুয়া, হরিপুর, সোনাই, বুধহাটার গাঙ্গ, ঢাকি, গালঘেমিয়া, উজীরপুর কাটাখাল, গুচিয়াখালী, বদুরগাছা, ডেলুটি মনস, কয়ারা, আড়শিবসা, কালিন্দী, মজুদখালি খাল, আকরার খাল, মংলা, সোলা, পায়রা, আগুনমুখা, মুহুরী, মোদলা, হাড়িয়াভাঙ্গা, গানগুবী, কচা, পাকাশিয়া, মৈয়ার গাং, কাবিপাতা, ঝাঁক, শিয়ালীর খাল, নারায়ণ খালি, মেনস কদমতলী, বাংরা শীলা, কলাগাছিয়া, বাঁশতলী, সালখী, শাকবাড়িয়া, আলকী, মানিকদিয়া, চন্দেশ্বর, পানকুশী, বলেশ্বর, বলমার্জার বা মাঞ্জাল, কাগীবাগ, রামপাল।
বৃহত্তর বরিশাল জেলার ৫৮টি নদী
বিষখালী, স্বরূপকাঠি, বাবুগঞ্জ, হেমদা, লোহালিয়া, শাহবাজপুর, নয়াভাঙ্গা, রাজগঞ্জ, গনেশপুর, দুবালদিয়া, তোরকি, কীর্তনখোলা, ধরমগঞ্জ, ঝিলিনহো, মনকুঠা, মুলতানী, কারখোমা, আলগি, ধুলিয়া, গঙ্গালিয়া, বুড়িশ্বর, কালিগঙ্গা, হরিণঘাটা, পাতুয়া, তেঁতুলিয়া, ধালিয়া, নীলাশী, নবগঙ্গা, শাহবাজপুর, ভোলা, পাকাশিয়া, চন্দনা বা পাংশা, জাবনাসবাদ, বলেশ্বর, শশ্মানঘাট, মৈয়ার গাং, নয়া ভাঙ্গনী, গৌরনদী, কালাবদর, মীরগামারী, কোচা, লোতা, ইলিশ তেঁতুলিয়া, কবাখালি, মধুমতি, আঁধারমানিক, রাবনাবাদ বা পটুয়া, বুড়া গৌরাঙ্গ, বাকেরগঞ্জ, আমতলা, ধানসিঁড়ি, সুগন্ধা, ঝালকাঠি, চালনা, এলেংখালী, নলবিটি, খরবোরাবাদ, গলাচিপা।
সুন্দরবন অঞ্চলের ১৭৭টি খাল, গাঙ ও নদী
বলেশ্বর, সুমতি, ছাপড়াখালী, বড়শেওলা, হরিণ চিনা, শয়ন খোলা, আমবাড়ে, চান্দেশ্বর, কাপা, কালিদা, সঠকা, জাভো, মরা পশর, ডাংমারী, বিলে, ছুতোরখালী, চালো বগি, হরমহল, বেড়ি আদা, বাকীরখাল, আড়ো-শিবসা, হড্ডা, মহিষে, ছাচোন হোগলা, মজ্জত, শাকবাড়ে-সিঙ্গা, গোলাখালী, কুকুমারী, কলাগাছে, ডোমরখালী, হংসরাগ, কাগা, নীলকমল, খেজুরদানা, সেজীখালী, বাইনতলা, বাঙ্গাবালী, দোবেকী, ফিরিঙ্গি, মানদো, কেওড়াসুতি, বন্দো, ধকোলা, লতাবেড়ি, ভেটুইপাড়া, বালুইঝাকি, কালিকাবাড়ী, বেকারদনে, আকার মানিক, ঝালে, পাটকোষ্টা, বাসে গোল ভকসা, ধানীবুনে, হরিখালী, মনসার বেড়, পুষ্পকাঠি, গঙ্গাসাগর, কালী লাই, বগী চেচানে, কুড়েখালী, ভূঁয়ের দনে, কাঠেশ্বর, সোনারূপাখালী, দুধমুখ, লাঠিকারা, তেরকাটি, ধানঘরা, আড়বাসে, দক্ষিণচরা, সাপখালী, কদমতলী, বুড়েরডাবুর, লক্ষীপশর, মানকী, আশাশুনী, তালতক্তা, ধ্বজিখালী, মণ্ডপাতলা, নেতোখালী, ভায়েলা, বাগানবাড়ি, ঝাড়াবাগান, বগাউড়া, বকশখালী, চাইলতাবাড়ি, সিঙ্গড়তলী,মাথাভাঙ্গা, নারায়ণতলী, কইখালী, মথুরা, খাসীটানা, আগুনজ্বালা, ফুলঝুরি, মালাবগা, খামুরদানা, উবদে, গুবদে, সোনাইপাঠি, ধোনাইরগাঙ, কানাইকাঠী, মরিচ ঝাপি, নেতাই তালপাঠী, ধনপতি, রাগাখালী, মুক্ত বাঙ্গাল, আরিজা খালী, দুলোর টেক, যিনগলী, বিবির মাদে, টেকা খালী, দেউর যাঁদে, চামটা কামটা, বুঞ্চে মাঠে, ব্যয়লা কয়লা, মাদার বাড়ে, বয়ার নলা, হানকে, ধনচের নদী, কলা গাছে, মূল্যে মেঘনা, বাইলো, বেতমুড়ী, বুড়িগোল্লী, চুনকুড়ি, মায়াদী, ফুলবাড়ী, তালতলী, আঙরা, কণা, গাড়ায়, বাদামতলী, ভূতের গাং, বৈকুঠ হানা, করপুরো, ঝায়া হলড়ি,আড়াভাঙ্গা, তালকপাঠী, খেজুর কুড়লে, ছোট শেওলা, কাঁচি কাটা, দাইর গাং, বৈকিরী, জালঘাটা, ইলিশমারী, ঝলকী, সাতনলা, মকুরনী, হেলার বেড়, কালিন্দে শাকভাতে, গোন্দা, পালা, তেরবেকী, তালবাড়ে, হেড় মাতলা, ভূড়ভূড়ে, ছদনখালী, ফটকের দনে, ভরকুণ্ডে, কেঁদাখালী, নওবেকী, কলসের বালি, পানির খাল, কুলতলী, বলবাড়ে, মুকুলে, মধুখালী, পাশকাঠী, গোছবা, ঘাট হারানো, গাবান্দরা লোকের ছিপি, বাহার নদীপার, বড়মাতলা, পায়রাঠুনী, কালবেয়ারা, ঢুকুনি, পারশে মারী।
(শেষ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।