আমাদের কথা খুঁজে নিন

   

ডিবি পুলিশ পরিচয়ে মাদক ব্যবসা করতে গিয়ে ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী আমিন গ্রেফতার

ami amar na

ডিবি পুলিশ পরিচয়ে মাদক ব্যবসা করতে গিয়ে ডিবি পুলিশের কাছে ধরা পড়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলার গৌরীপুর সার্কেলের সিপাহী সাইফুল ইসলাম আমিন (৩৫)। তার বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায়। গ্রেফতারকৃত নিজেকে ডিবি’র সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে মোটা অংকের টাকার প্রলোভনে ময়মনসিংহ শহরের দুর্গাবাড়ি রোডের হৃদয় টাওয়ারের মালিক ইকবাল মামুনের ছেলে কলেজ ছাত্র আশিক বিন মামুন হৃদয়কে ফেনসিডিল আনা-নেয়ার কাজের টাকা দেয়ার সময় গত সোমবার (১৭মে ২০১০)শহরের বাউন্ডারী রোডে ওৎ পেতে থাকা একদল ডিবি পুলিশ আমিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আমিন শিার্থীসহ অন্যান্য নিরীহ লোকদের ব্যবহার করে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য নিয়ন্ত্রণের নামে সরাসরি মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিল । এর আগেও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়ে ৬ মাস হাজত খেটেছে বলে পুলিশ জানায় ।

ডিবি পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলার গৌরীপুর সার্কেলের সিপাহী সাইফুল ইসলাম আমিন নিজেকে ডিবি’র সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে ভারতীয় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্যের জমজমাট ব্যবসা চালিয়ে আসছে। ইকবাল মামুনের পুত্র কলেজ ছাত্র আশিক বিন মামুন হৃদয়ের সাথে যোগাযোগ করে ফেনসিডিল আনা-নেয়া করলে মোটা অংকের টাকা দেবে বলে প্রলোভন দেখায় সিপাহী আমিন। ঘটনা জানতে পেরে ওই ছাত্রের পিতা ইকবাল মামুন ডিবি পুলিশকে খবর দেয়। সে মোতাবেক ডিবি পুলিশের একটি দল ফেনসিডিল আনা-নেয়ার জন্য হৃদয়কে মোটা অংকের টাকা দেয়ার সময় হাতে-নাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ সিপাহী আমিনকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৮ হাজার টাকা ও একটি মোবাইল সেটসহ ২টি মোবাইল সিম উদ্ধার করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক মোঃ জাফর উলাহ কাজলের সাথে যোগাযোগ করলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সিপাহী আমিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.