আমাদের কথা খুঁজে নিন

   

অনেকদিন পর টি-টুয়েন্টি দেখে শান্তি পেলাম : পাকিস্তানকে হারিয়ে অস্ট্রেলিয়া ফাইনালে

লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির

আমি মনে মনে কামনা করছিলাম, অস্ট্রেলিয়া পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠুক। আর ফাইনালে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হোক। পাকিস্তানের সাপোর্টার আমি কোনোকালেই নই, তাই তার জিতে যাওয়া চাইতে পারি না। অস্ট্রেলিয়ার হার-জিতে কিছু যায়-আসে না। অস্ট্রেলিয়াকে ফাইনালে হারতে হবে এজন্য যে, এঁরা খুব অহংকারী ক্রিকেট দুনিয়ায়, কারণ এদের দাপট অনেক বেশি।

এদের নাকটা একটু ভেঙ্গে দিতে হবে, যাতে বেশি উঁচু না হতে পারে। পাকিস্তানের হারে আমি খুশি হয়েছি একদল বাংলাদেশী আজ খুব কষ্ট পেয়েছেন সেজন্য। তারা পাকিস্তানের জন্য খুব পাগল; অন্যদিকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতেও তারা খুব সোচ্চার ইংল্যান্ড এখনো ক্রিকেট দুনিয়ায় খুব হাম্বল জাতি, কারণ, কোনো বিশ্বকাপই এরা এখনো জিততে পারে নি ক্রিকেটের আবিষ্কারক হয়েও। একটা সান্ত্বনা চ্যাম্পিয়ন ট্রফি ওদের ঘরে যাক। খেলাটা খুব শ্বাসরুদ্ধকর ছিল।

যাঁরা দেখেছেন, তারা অনেকেই পাকিস্তানের হার দেখে হার্টফেল করে থাকতে পারেন। তাঁদের জন্য সমবেদনা থাকলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।