হেঁটে হেঁটে যতদূর চোখ যায়
অনেকদিন পর...আবার লিখতে বসলাম। এতদিনে আমাকে নিশ্চয়ই সবাই ভুলে গেছেন। এটাই স্বাভাবিক। অখ্যাতদের কেউ মনে রাখে না। যা হোক।
আপনারা সবাই কেমন আছেন? ভাল তো!
আজ দেখলাম খ্যাত-অখ্যাত অনেক লিখিয়ে ব্লগার হিসেবে এখানে নাম লিখিয়েছেন। এটা দেখে খুবই ভাল লাগছে। একজনের কথা বলতেই হয়। আমি প্রথম আলোর ফ্যান ম্যাগাজিন আলপিনের ভীষণ ভক্ত। ওখানে নওরিন সুলতানা নামের একজন লেখিকা প্রায় নিয়মিত ই-পিন নামক একটা কলাম টাইপ লেখা লেখেন।
পড়তে ভাল লাগে। আজ দেখলাম এ নামের একজন ব্লগ খুলেছেন। একটা মাত্র লেখা পোস্ট করেছেন। ওটা পড়ে ভাল লেগেছে। আমি যাকে ভাবছি নওরিন যদি তিনিই হন তাহলে ব্যাপারটা আমার জন্য অবশ্যই আনন্দের! আশা করি মজার সব লেখা পাব।
পাশাপাশি আগে যারা নিয়মিত ব্লগ করতেন তাদের অনেককেই আজ দেখছি না। এটা কষ্টের। যেমন এলিয়েেেনর দেশে খ্যাত জাকিরুল ভাই অনেকদিন থেকেই হাওয়া! আশা করি তিনি আবার ফিরে আসবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।