আমি ঘুম পান করি
ঘোলা ঘোলা নিয়ন সাইনে ঘেরা,
এমন শহুরে জঞ্জালে ক্লান্তি লাগে।
অবসাদ আসে।
বৃক্ষতল আর একটা আবাদী জমি,
সহিষ্ণু একজোড়া চোখ;
পালাতে চাই।
নদীতীরে বসে, হপ্তাদু’য়েক পর;
ফের অবসাদ আসে।
চতুর জঞ্জালের বাসাগুলো,
বারবার পিছু ডাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।