আমাদের কথা খুঁজে নিন

   

অনেকদিন পরে আজ....

আমার এই পথ চাওয়াতেই আনন্দ
অনেকদিন পরে আজ কেন জানি না ভাল লাগছে না। রাত বাজে সাড়ে তিনটা। ঘন্টা খানেক শুয়ে রইলাম, তবুও ঘুম আসছে না। আজ অনেক কিছুই করার ছিল, অথচ সারাদিনই ব্লগে বসে কাটিয়ে দিলাম। ইচ্ছে ছিল নজরুলের প্রেমের ইতিহাসটার আজকে একটা পর্ব লিখে ফেলব, কিন্তু করি করি করে করা হয়ে উঠল না।

দুইতিন দিন ধরে তেমন লেখাপড়াও করছি না। আমি ঘুমাবার একটা সহজ পদ্ধতি আবিস্কার করেছি। সেটা হল প্রিয় গান ছেড়ে ঘুমানো। আমি গানের দিকে মনোযোগ দেই, কখন যেন ঘুম চলে আসে। পিসি দুই বা এক ঘন্টার জন্য সিডিউল করে রাখি সাট ডাউনের জন্য।

ইদানিং নুসরাত ফাতেহ আলী খানের কিছু সুফি ঘরণার গান খুব শুনছি। আমার বাতিক হল যেই গান ভাল লাগে সেটাই বার বার শুনি। আশে পাশের লোকজন বিরক্ত হয়, তবুও একই গান শুনতে থাকি। আজ গান শুনতেও বিরক্ত লাগছে। আগে এইসব সময়ে টেলিভিশন দেখা হত, ব্লগিং শুরু করবার পরে আর তেমন টিভিও দেখা হয় না।

প্রথম প্রথম যখন ব্লগিং শুরু করি, এই সব খারাপ লাগা মূহুর্ত নিয়ে অনেক কিছু লিখতে পারতাম। প্রচন্ড মানসিক যন্ত্রনায় মনের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছিল। ব্লগাররা ভাবত, এই বিবর্তনবাদীটার মন সব সময় খারাপই থাকে, এর মনের বিবর্তন সম্ভব নয়। মনে পড়ে কোন এক পোস্টে ব্লগার নিবেদীতা কমেন্ট করেছিল, "মনটা কি ভাল করা যায় না?"। নিজের মনের উপর বিরক্ত হয়ে একবার সিদ্ধান্ত নিয়েছিলাম আর ব্লগেই আসব না।

সব পোস্ট ড্রাফট করে ফেললাম। সাজিআপু এমন করে ফিরে আসতে বলল যে ফিরে আর না এসে পারলাম না। ফিরবার পরে নাদান ভাই বলেছিলেন, "এইভাবে একজন বন্ধুকে হারাবো ভাবিনি। অনুরোধ করছি একবারে ছেড়ে চলে না যাবার জন্য"। সেই নাদান ভাই, নিবেদীতা আপাকে এখন আর ব্লগে দেখা যায় না।

আজ ব্লগে আমার পুরোনো পোস্টগুলো ঘাটলাম। খেয়াল করলাম, অনেক দিন ধরে আমার মন খারাপ হচ্ছ না। তবে, অনেক দিন পরে খারাপ লাগা হয়ত ভালই। । আল্লাহ্‌র কাছে ক্ষমা চাই, আগের সেই অসহনীয় মুহুর্তগুলো যেন আর ফিরে না আসে।

মানসিক যন্ত্রনা বড্ড খারাপ জিনিস। কি সব আবজাব লিখলাম, নিজেই জানি না। যাইহোক, এখন ঘুম আসবে বলে মনে হচ্ছে। গানটান শুনতে ইচ্ছে করছে না, এমনিতেই ঘুমাব। শুভ রাত্রী।


 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।