স্বপ্ন ছুঁয়ে
এখন ও ফিরে যাই আমি,
সেই পঁচিশ বছর আগে,
মাথা ভর্তি ঝাঁকড়া চুলের এক অস্থির তরুণ,
উপলব্ধিতে ব্যর্থ নিজের আবেগকে,
দুপুরের ঝাঁঝাঁলো রোদের সাথে তোমার হাসি,
হেঁটে চলেছো ভার্সিটির করিডোর ধরে,
সেই করিডোর, যার সাথে জড়ান অজস্র হারান সপ্ন,
কত না ভনিতা, একটু কথা বলার আকুলতা,
সাড়া দিয়েছিলে তুমি,
তারপর? শুধুই কল্পনার স্রোত,
অসংখ্য আলো নিভে আসা বিকেলে তুমি আমি,
আমার পাগলামো দেখে তোমার কপট রাগ,
ছুটির দিনে সাত সকালে হল এর গেস্ট রুমে তুমি,
ঘুম চোখে তোমার সাথে রিকশায়,
সময় কাটছিল ইচ্ছাপূরণের হাত ধরে,
আবারও তপ্ত দুপুরে ভার্সিটির করিডোরে তোমার সামনে,
সদ্য পাশ করা বেকার তরুণ তখন,
অযোগ্য আমি তোমার জীবনে, কি আশ্চর্য নির্লিপ্ততায় বলেছিলে তুমি,
না বলতে পারা যন্ত্রণায়, একাকিত্তে ভিনদেশে আমি,
জীবনের শেষ প্রান্তে এসেও খুব বলতে চাই,
এখনও ফিরে যাই আমি, সেই পঁচিশ বছর আগে,
একবার, মাত্র একবার, তুমিও কি ফিরবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।