আমাদের কথা খুঁজে নিন

   

রক্ষক যখন ভক্ষক.......।

এই দেশ, এই প্রকৃতি ও খুব কাছের মানুষ ছেড়ে কোথাও মিলিয়ে যাবো একদিন, সে সব কথা ভাবতে খুব কষ্ট হয়। মানুষের কাছে, প্রকৃতির কাছে আমি ঋণী। সেসব ঋণ শোধ করা হবে না কোনদিনই। তবু যেতেই হবে। যেতে হয়।

আমার প্রতিদিনের ভাবনা এবং জীবনের কিছু কথা যাবার আগে বলে যেতে চাই. একজন মানুষ কখনোই সজ্ঞানে ধর্মগ্রন্থ পোড়াবে না, অমর্যাদা করবেনা। নিজের ধর্মের তো কোন দিনই না। আর যেই মানুষগুলোর কথা বলা হচ্ছে, তারা আড়ালে রাজনৈতিক কোন শক্তির অংশই হোক, আর যাই হোক তারা তো নয়ই। কোরআনের শিক্ষা যারা নিচ্ছে, যারা কোরআন কে বুকে ধরেছে তারা কোরআন কোন দিনই পোড়াবে না। কিন্তু বায়তুল মোকাররমের এই ঘটনা নিয়ে যেভাবে সরকারি দল আওয়ামীলীগের কর্মকাণ্ড দেখে আসলেই স্তম্ভিত।

প্রথমত তারা পুরো ঢাকা পোস্টারিং করেছে, মানুষ যেখানে দাড়িয়ে জলবিয়োগ করছে, সেখানে তার সামনে কোরআনের পোড়ানো পাতা ঝুলছে। ময়লার ডাস্টবিনের পাশে পোস্টার ঝুলছে, এসব কি কোরআনের অবমাননা হচ্ছে না ??? আজকে দেখলাম, আওয়ামীলীগ দল, টিভি তে টিভি তে অ্যাড দিচ্ছে !!! এতদিন যাদের দেখলাম, ধর্মবিদ্বেষীদের হয়ে কথা বলেছে, তাদের মুক্তি চেয়েছে তারা এখন কোরআনের অবমাননার কথা বলছে। এতদিন যারা মুক্তচিন্তার কথা বলেছে, তারাই আজকে পত্রিকা আর সংবাদ মাধ্যমের আচরণ নিয়ে প্রশ্ন তুলছে। এরকম দুমুখো সাপদের জন্যেই আজ এই পরিস্থিতির সম্মুখীন আমরা। আর স্বাধীন মতপ্রকাশের অধিকার আর যাই হোক আওয়ামীলীগের দ্বারা সম্ভব না।

অস্বচ্ছ, সস্তা, আর কূটচালের রাজনীতি একমাত্র এদের দিয়েই সম্ভব। ক্ষমতায় থাকবার জন্যে তারা যা করছে তা ঘৃণার যোগ্য। তত্ত্বাবধায়ক দেবেনা, এখন বলছে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বেও তারা থাকবে। এই যে কথা গুলো বলছি একটু পর যে আমি জেইল হাজতে থাকবনা, একটু পর যে আমাকে উঠিয়ে নিয়ে গুম করে ফেলা হবেনা, সেই নিশ্চয়তা না দিতে পারবে আমার দেশ, না দিতে পারবে আমার সংবিধান, না দিতে পারবে আমার দেশের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত কোন সংস্থা... রক্ষক যখন ভক্ষক, তখন আমাদের হয়তো সামনে মরা ছাড়া আর কোন পথ নেই... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।