আমি আমিই ! অন্য কেহ নয়। গতদিন আমার বোনের একটি ছেলে সন্তান হয়। (আলহামদু লিল্লাহ্)। সুখের বিষয়। কিন্তু দুঃখের বিষয় এই যে, সন্তান টি জন্ম হয় রাত ২টা চমকে গেলেন জম্ন হওয়া টা কোন দুঃখ নয় দুঃখ হল জন্মের পর ডাক্তার আমাকে বলেন রুগীতে যদি গরম কিছু খাওয়ানো যায় তা হলে ভাল।
তখন আমি বললাম রং চা হলে কেমন হয় ? ডাক্তার সাহেব বললেন চলবে। ব্যাস বের হলাম মেডিকেল থেকে। মেডিকেলেরর গেইট থেকে ২০০গজ যাওয়ার পর পুলিশের একটি সিএনজি থামে থামার পর জিজ্ঞাসা করে পরিচয় এবং সব কিছু চেক করে করার পর কিছু না পেয়ে বলে আমি ছিনতাইকারী তার পর শুরু হয় রীতিমত বাহানা এই তোকে ছিনতাই মামলাতে ডোকিযে দিব। তার পর ওরা আমার আইফোন ৪, ও মানিব্যাগ থেকে ২০০০টাকা নিয়ে আমাকে রেখে পালিয়ে যায়। আমি নাম মনে রাখি এবং থানায় গিয়ে তাদের সন্ধান পাই ।
কিন্তু ওদের বিরুদ্ধে কোন মামলা নেয় নি থানায়। চিন্ত করুন এ কোন রকমের দেশ এ কোন রকমের পুলিশ আমাদের সেবক, এটাকে বলতে হবে রক্ষক রখন বক্ষক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।