আমাদের কথা খুঁজে নিন

   

রক্ষক এখন ভক্ষক



দেশে গত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনায় মূলত দেশের মানুষ দুই ধরনের মতামত দিচ্ছে। এক) ছাত্রদের সব দাবি মেনে নেয়ার পরও সহিংসতা হবার পিছনে ঢাবির শিক্ষক ও রাজনৈতিক দলগুলোর মদদ রয়েছে এবং দুই) এসবই হয়েছে সাধারন মানুষের ক্ষোভের ফলে। সংগত কারনেই দুই এর পক্ষে আমার অবস্থান। কারনটা একটু ব্যাখ্যা করা প্রয়োজন। গতকালের আমার দেশের এক রিপোর্টে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আনোয়ার হোসন, প্রফেসর ড. হারুন অর রিশদ, প্রফেসর মিজানুর রহমান, রাজশাহী প্রফেসর বিশ্ববিদ্যালয়ের আবদুস সোবাহান, প্রফেসর মলয় কুমার ভৌমিক, প্রফেসর সাইদুর রহমান খান, ঢাবির অধ্যাপক মুনতাসীর মামুন সহ আরও অনেকে মিলে খেলার মাঠের এই নাশকতা তৈরি করেছে।

সরকার বলেছে পূর্বপরিকল্পিত ভাবে খেলার মাঠে এই মারামারি ঘটিয়েছে। গত ২০ আগষ্ট ঢাকা বিশ্ব'র ছাত্র সাইদ ও শ্রাবণ কে খেলার মাঠে পরিকল্পিতভাবে পাঠিয়ে এই ধরনের নাশকতা তৈরি করা হয়েছে। উক্ত রিপোর্ট পড়লে যে প্রশ্নগুলো মনে স্বভাবতই জাগে তা হলোঃ ১. প্রফেসররা কিভাবে আগে থেকেই জানত ঐ খেলায় দর্শক হিসাবে সেনাবাহিনীর লোক আসবে? ২. কিভাবে ঐ দুইজন ছাত্র চিনবে এরাই সেনাবাহিনীর লোক? আসলে এই হাস্যকর সাজানো কথাগুলো শুনলে কাঠের পুতুলও হেঁসে উঠবে। সত্যিই সব সম্ভবের দেশ আমাদের এই বাংলাদেশ। আর একটা বিষয় আইন রক্ষা করার জন্যই সরকারের নানা ধরনের ব্যবস্থা রয়েছে।

এই কাজটা করা হয়েছে ঈ ভেবে যে দেশের মানুষ আইন ভঙ্গ করবে আর আইন রক্ষাকারী বাহিনী তা রক্ষা করবে। কিন্তু আইন রক্ষাকারী বাহিনীই যদি আইন ভঙ্গ করে তাহলে কি হবে? ফলাফল যা হবার তাই হয়েছে। ৮০ হাজার নাম না জানা লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টা হলো এইরকম কেউ গ্রেপ্তার হলেই ঐ ৮০ হাজারের একজন। যারা এইকথা বলে গলায় রক্ত তুলছেন যে ছাত্রদের ভাঙ্গা গাড়িটি যদি আপনার হয় তাহলেও কি আপনি ছাত্রদেরকে গাড়ি ভাঙ্গা সমর্থন করবেন? এখন তাদের কাছে সবিনয় জানতে চাই ( ভগবান না করুক) আপনাকে বিনা কারনে আটক করে যদি ঐ ৮০ হাজারের একজন বানিয়ে দেয় তাহলে কেমন হবে? আমি মনে করি এই ধরনের উস্কানীমূলক মামলা ভবিষ্যত আন্দোলনের জন্য আবারও আগুনে ঘি ঢালারই নামান্তর।

কারন যে ছাত্র বা সাধারন জনতা বিনা কারনে অপদস্থ হল বা হবে সুযোগ পেলে সে যে ফিরে কথা বলবে না তার গ্যারান্টি এই সরকারই তাকে দিতে দিল না। ধিক এই মেরুদন্ডহীন সরকার কে। আওয়ামীলীগ বিএনপি যে ভুল করছে বলে তারা মাইকে প্রচার করছে সরকার এখন তা থেকে জঘন্য কাজ করে প্রমান করল-- " ডাক্তারের কাজ ফকির দিয়ে হয় না "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।