আমাদের কথা খুঁজে নিন

   

রক্ষক যখন ভক্ষক



বাংলাদে একটি গরিব দেশ এদেশের মানুষ দরিদ্রতার সাথে বসবার করে। আমাদের দেশের বিভিন্ন প্রকার তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে বিদুৎ সমস্যা। আমাদের দেশের সরকার ও দেশের বিদুৎ সমস্যা সমাধানের জন্যে বিভিন্ন কর্ম সূচি ও পদক্ষেপ গ্রহন করছে কিন্তু দুঃখের বিষয় এই যে সরকার এ ব্যাপারে জনগনকে সজাগ করে দেশের বিদুৎ সমস্যা মাধানা করার জণে কি? তবে এসব পদক্ষেপ গ্রগন করছে। জদি সরকার দেশের সমস্যা মাধানের জন্যে এপদক্ষেপ গ্রাহন করে থাকে তবে কেন দিনের বেলায় সরকারী প্রতিষ্ঠানে বিদুৎ অপচয় করা হয়, কেন এব্যাপারে সরকারের কোন পদক্ষেপ গ্রাহন করা হচ্ছেনা। সরকার যদি এ ব্যাপারে একটু সজাগ দৃষ্টি দেন তবে আমাদের দেশের যে বিদুৎত লোডসেডিং সমস্যা তা পুরোপুরি না হলেও কিছু টা সম্যার মসাধান হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।