প্রশ্ন করেই যাব অবিরত
ছোটবেলায় কবিতাটি কোথায় যেন পেয়েছিলাম মনে নেই। কবিতার আকারে একটি গাণিতিক সমস্যাকে তোলে ধরা হয়েছে। আমার খুব মজা লেগেছিল এবং সমাধান করতে বেশি বেগ পেতে হয় নি। আপনারা চেষ্টা করে দেখুন।
আছিল দেউল এক বিচিত্র গঠন,
ক্রোধে তোলে ফেলে তারি পবন-নন্দন;
অর্ধেক পঙ্কেতে তারি তেহাই সলিলে,
দশম ভাগের ভাগ শ্যাওলার দলে।
উপরে এগার হাত রহে বিদ্যমান
করহ সুবোধ শিশু দেউল প্রমাণ।
[মজার ব্যাপার হল এর প্রতিটি চরণে ১৪ টি বর্ণ রয়েছে(যুক্ত-বর্ণ গুলোকে একটি বর্ণ ধরলে)। আচ্ছা কেউ কি জানেন এ কবিতাটি কার লেখা?]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।