আমাদের কথা খুঁজে নিন

   

মেহেদী হাসানকে ব্যান করা হোক



মেহেদী হাসান কর্তৃক পোষ্টকৃত “কোরআন বাজেয়াপ্ত করা হোক” এবং এ প্রসঙ্গে পববর্তীতে তার দুটি ব্যাক আপ পোষ্ট এর প্রতিবাদ স্বরূপ আমার এই পোষ্টটির অবতারণা। আমার ধারণা মেহেদী হাসান তার ব্লগে হিট সংখ্যা বাড়ানোর স্থুল মানসিকতা থেকেই কোরআন বাজেয়াপ্ত করা হোক পোষ্টটি ব্লগে দিয়েছেন। আমাদের চারপাশে একটু দৃষ্টি দিলেই দেখা যায় ইদানিং মানুষের মধ্যে রাতারাতি সব কিছু করার বা পাওয়ার প্রবনতা বিদ্যমান। ব্যবসায়ী চায় ব্যবসার শুরুতেই কোটিপতি হতে, পাতি রাজনীতিবিদ চায় অল্প সময়েই এমপি-মন্ত্রী হতে, গলির মাস্তানও চায় খুব দ্রুত সময়ে ভাই বনে যেতে। মেহেদী হাসানের বেলায়ও এর ব্যতয় ঘটেনি।

মেহেদী হাসান ব্লগ খেলা শুরু করেছেন মাত্র দুই মাস এক সপ্তাহ। হিট সংখ্যা ২৬১৫। সামুতে অনেক ভাল লেখক রয়েছে এবং ভাল লেখার কারণে তাদের ব্লগে হিটের সংখ্যা ছয় ডিজিটেরও উপরে। এ সব দেখে মেহেদী হাসানেরও সখ জেগেছে রাতারাতি তার ব্লগে হিটের সংখ্যা ছয় ডিজিটে নিতে। আমার ধারণা এই অভিপ্রায় থেকেই তার এই হীন প্রচেষ্টা।

যা অত্যন্ত নিন্দনীয় এবং বিকৃত মানুসিকতার বহিঃপ্রকাশ। মডারেটর ভাইদের বলছি-তার এই পোষ্টটি অত্যন্ত আপত্তিকর বিশেষ করে তার উদ্দেশ্যটি। এই পোষ্টটির মাধ্যমে মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাতের দৃষ্ঠতা সে দেখিয়েছে এবং সর্বোপরি রাতারাতি ব্লগে বিখ্যাত হওয়ার এক বিকৃত মানুসিকতার পরিচয় দিয়েছে। আমি কে এম মেহেদী হাসানকে ব্যান করার জন্য মডারেটরদের কাছে জোর দাবী জানাচ্ছি। ব্লগারদের প্রতি অনুরোধ সোচ্চার হউন মেহেদী হাসানকে ব্যানের দাবীতে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.