ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে
প্রথম পর্ব-http://www.somewhereinblog.net/blog/bipul_roniblog/28872925
দ্বিতীয় পর্ব -http://www.somewhereinblog.net/blog/bipul_roniblog/28873407
পরের যথারীতি সারা দিন কোন নিউজ নাই। কনের বাবা-মা রাত ফোন করল মেহেদীর বাবার কাছে, বলল আপনারা আমার মেয়েকে বদ-দোয়া দিয়েন না। মেহেদীর বাবা বলল, আপনার মেয়ের ব্যাপারে সব জানেনতো। হ্যাঁ আমরা কিছু বুঝতে পেরেছি। মেয়ে এখন কান্না-কাটি করছে, সে ভুল স্বীকার করছে।
আমরা এখন যেখানে বিয়ে দিব সেখানে বিয়ে করবে বলছে। মেহেদীর আব্বা বলল আচ্ছা মেয়ের মনের উপর জোর করে কিছু করা ঠিক হবে না। কনের আব্বা-আম্মা বলল এক কাজ করেন আপনারা আমাদের ছোট মেয়েকে নিয়ে যান। আমাদের ছোট মেয়ে ওই মেয়ে থেকে অনেক সুন্দর। মেহেদীর আব্বা বলল মেয়ে কি করে? সে এবার এইচ,এস,সি পরীক্ষা দিবে।
মেহেদীর আব্বা বলল দেখি কি করা যায়? মেহেদীকে মেহেদীকে সব ঘটনা বলল। মেহেদীতো আর রাজী হচ্ছে না। বড়টাতো নয়, এবং ছোটটাও নয়।
এভাবে কয়েক দিন পর পর কনের মা-বাবা ফোন করে খোঁজ খবর নেয়। আর বলে আপনাদের সাথে আত্মীয়তা করার বড় ইচ্ছা ছিল।
কিন্তু কেন যে হল না আল্লাহ জানে।
------------- আল্লাহ হাফেজ-------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।