আমাদের কথা খুঁজে নিন

   

হিরন্ময় পাখি

ফিরে আসেনা হিরন্ময় পাখি এখন আমার কাছে আর কোন শীতে কত যে বসন্ত চলে যায় ঝরে যায় কত ফুল বাগানে। দেখিনা তো সেই ময়ুরকণ্ঠি রং ফুল কোথাও। বৃষ্টি শেষের আকাশে রংধনু দেখিনা- কতকাল হয়ে গেল অন্ধকার রাত উজ্জ্বল ছিল কোনো এককালে ধুসর কুয়াশা ঢাকা সন্ধ্যা মনে হতো মধুময়। আজ শুধু ভীতি আর সন্ত্রাস চারপাশে সবুজ কনভয়ের পিছনে সাদা আলখাল্লা ঘিরে আছে রূপ, রস, গন্ধ, সৌন্দর্য,স্বাভাবিকতা। এক আকাশ ভালোলাগায় উড়ে যায় না অগুনতি রঙ্গীন প্রজাপতি। সময় আমাদের বন্দী করেছে কালকোঠা অন্ধকুপে আর প্রতিনিয়ত ছোট হচ্ছে মুক্তি, স্বাধীনতা। এই অন্ধকুপ থেকে আমি ছুটে যেতে চাই একমাঠ সোনালী ধানের ক্ষেতে দিগন্ত বিস্তৃত পথে তাই চাই একঝাঁক আবাবীল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।