হিরন্ময় বিকেলে খোঁজে
দর্পণ কবীর
দুঃসময়ের ঘোড়ায় চেপে যাচ্ছিলাম
একটি হিরন্ময় বিকেলের খোঁজে
দুঃখগুলো ফুল হয়ে ফুটে রইলো
পথের দু’ধারে। যেতে যেতে
স্মৃতিগুলো কলহাস্যে কিশোরী-বালিকার মতো
খিলখিলিয়ে নীল নদীতে দিলো ঝাঁপ, তা
দেখে আকাশ আসলো নেমে, পথের
ধুলি উড়লো দীর্ঘশ্বাসে। আমার দু'চোখে
চুমু খেলো একতাল অন্ধকার! স্বপ্নগুলো লাবণ্য হারিয়ে
হয়ে গেলো অচল পয়সা। আমি ভেঙে যেতে যেতে,
ক্ষয়ে যেতে যেতে, ঝরে যেতে যেতে হাতড়ে খুঁজতে লাগলাম,
আমারই স্পন্দন। তুমি একঝলক আলোর দ্যুতিতে
ঝলসিয়ে আমার সামনে খিলখিলিয়ে ভেঙে পড়লে হঠাৎ!
আমার গোপন বেদনার সোনালী আগুন ছুঁয়ে বললে,
‘এ তো নরোম জ্যোৎস্না!
মুহূর্তেই আমি সবুজ হয়ে গেলাম।দেখি,
হিরন্ময় বিকেল জমেছে তোমার খোঁপার ফুলে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।