এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি
সামহোয়ারইন আমাদের প্রাণের ব্লগ। আমরা নিজেদের ঠাট্টা করে হলেও প্রায়শই সামুবাসী বলে পরিচয় দিয়ে থাকি। এটা নিঃসন্দেহে সামুর প্রতি ভালবাসা থেকেই হয়ে থাকে। কিন্তু সামুর একটি ব্যাপার নিয়ে আমার অনেক দিনের অভিযোগ, আজ সেটা আর ব্লগে প্রকাশ না করে পারছি না।
সামুবাসীর কাছ থেকে সামুর গল্প শুনে শুনে আমাদের অনেক পরিচিতজনই সামুর সদস্য হতে চায়।
অন্তত আমি আমার যে তিনজন বন্ধুকে সামুর গল্প শুনিয়েছি তাদের সবাই এখন ফেসবুক ছেড়ে সামুর বিনোদনের জগতে পা রেখেছে এবং ফেসবুকে তাদের সময় আসলেই কমে গেছে। বলা বাহুল্য এটা সামুর জনপ্রিয়তা বাড়াচ্ছে। এখন কথা হচ্ছে যাঁরা নতুন আসছেন ব্লগ লিখতে, সামু কি তাঁদের যথেষ্ট সাহায্য করছে এই ব্লগসমুদ্রে পা রাখতে? পর্যবেক্ষণ পর্যায় বা ওয়াচ স্ট্যাটাস বলে একটা প্রহসন সামু রেখেছে নতুন ব্লগারদের কে কী পোস্ট দেয় সেটা দেখভাল করার জন্যে। এটাও খারাপ চিন্তা না। কিন্তু সাত দিন পর্যবেক্ষণে রাখব বলে মাসের পর মাস কেউকে পর্যব্ক্ষেণে রেখে দেয়া, আবার কারো ব্লগে কয়েকটা কমেন্ট হলেই তাকে জেনারেল করে দেয়া-এটা কোন নীতিমালার আওতায় পড়ে? সিস্টেমটা এমন থাকা উচিৎ যে কেউ সাতটা পোস্ট দিলে তার পোস্ট সংখ্যা কাউন্ট করেই তাকে অটোমেটিক কমেন্ট করার অনুমতি দেয়া হবে।
এখন সে যদি আপত্তিকরা মন্তব্য/পোস্ট করে, তাহলে সেটা দেখার জন্যে তো ব্লগাররা আছেনই রিপোর্ট করার জন্যে। তখনই একজনের বিরূদ্ধে ব্যবস্থা নিলে হয়। কেন খামোকা একজ নতুন ব্লগারকে এমনভাবে চাতক পাখির মতো মডারেটরদের কৃপা প্রার্থনা করতে হবে? সামুর মতো এত জনপ্রিয় একটা ব্লগ সাইটে এটা কেমন নিয়ম?
আমি জানি না সামু ঠিক কীভাবে, টেকনিক্যালি, মেইনটেইন করছে তাদের ব্লগটিকে। তবে আমি এটুকু বুঝি, কয়েকজনের পক্ষে এতগুলো নোটিফিকেশন চেক করা খুব একটা সহজ কাজ নয়। তাহলে সবাইকে ৭টা পোস্টের পর অটোমেটিক কমেন্ট করার পারমিশন দিতে অসুবিধাটা কোথায়? যদি মডারেটরগণ শুধু রিপোর্ট এর নোটিফিকেশনগুলো চেক করনে, তাহলে কি তাঁদের সময় অনেক কম লাগত না? আর নতুন ব্লগাররাও কি একটু উৎসাহ নিয়ে লিখতে পারতেন না? আমি আজই অ্যানালগ নিকে একজন ব্লগারের পেজে গিয়েছিলাম, সেখানে দেখলাম তিনি প্রায় ১০ মাস ২ দিন পর একসেস পেয়েছেন।
কেন? আমার বন্ধু ধূপছায়া প্রহর একসেস পেয়েছেন ৯টি পোস্ট দেয়ার পর। কেন? যাঁরা নতুন আসে, তাঁদের জন্য ফ্লাডিং হয়, এমনিতে হয় না? আর ফ্লাডিং ঠেকানোর জন্য তাঁদের যখন খুশি তখন একসেস দিতে হয়?
ব্যাপার হচ্ছে সামুতে যখনই ঢুকি, তখনই দেখি অনলাইনে প্রচুর সদস্য আছেন। আমার মনে পড়ে না আমি কখনও ১৫০ জন এর নিচে ব্লগার সংখ্যা দেখেছি কি না। তাহলে এখানে ফ্লাডিং হওয়াটাই তো স্বাভাবিক।
সাতদিনের পর্যবেক্ষণ রাখা যেতে পারে, কিন্তু সেটা ৭ মাস হয়ে গেলে, আজ না হোক, কাল, সামুর নতুন রেজিস্ট্রেশন কিন্তু অনেক কমে যাবে, এটা সত্যি!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।