নাগরিক ব্লগ এর ''ই-বুক'' এ কবিতা চোর ধরা পড়ছ ।
বড়ই কষ্টের সহিত লিখিতেছি ........ই বুক এ আমার কবিতা চুরি করা হইয়াছে.(৪৫ পৃষ্ঠা).....
'' এসো হে আদিম কবি'' শিরোণামের আমার কবিতাটি `তামিম ' নামে এক "চোর কবির" নামে কেমনে ছাপানে হল সেই চিন্তায় আমার ঘুম হারাম হইয়া গেছে..........
আমি বুঝিতে পারিতেছিনা যে, এটা কি তামিম এর কাজ নাকি নাগুর কাজ..?
আমি কিন্তু আদালেত মামলা করমু কয়াদিলাম । একলগে দুইটা ১. ঘুমচুরি ২.কবিতাচুরি ।
http://www.nagorikblog.com/node/976
১৫ এপ্রিল ২০১০/ বৃহস্পতিবার ২৩:১ শেষভাগ ।এই তারিখের এই সময়ে আমার কবিতাটি নাগুতে প্রকাশিত হইয়াছিল ।
নাগুর এডমিনারেদর দৃষ্টি আকর্ষন পুর্বক জবাব চাইছি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।