আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা শহরে থাকার খরচ কত হইতে পারে

"সার্থক" নামটি কোন বানানো নিক নয়। ইহা বাবা-মায়ের দেয়া এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত।

প্রথমেই ব্যাপক আনন্দ প্রকাশ, নিরাপদ ব্লগার হওয়ায় যাই হোক, এইবার মূল প্রসংগ। গত কয়েকদিন ধরেই "সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার" ঢাকা শহরে নিজেদের একটা স্থায়ী ঠিকানা পাবার আশায় বিভিন্ন রিয়েল এস্টেট ও ডেভেলপার কোম্পানিতে খোঁজখবর করতে লাগলাম। তো স্বভাবতই থাকার জায়গা হিসেবে ভাল জায়গার খবর দিয়েই শুরু করতে হয়।

একটা জায়গায় জিজ্ঞেস করলাম, ধানমন্ডিতে কেমন দাম ইত্যাদি। জানা গেল এক বর্গফুটের দাম মাত্র ১৩০০০ - ১৫০০০ টাকা। সেই হিসেবে ১৫০০ বর্গফুটের একটা ফ্ল্যাটের সর্বোচ্চ দাম পড়তেছে ২ কোটি ২৫ লক্ষ টাকা মাত্র । আপনাদের বাসায় নিশ্চয়ই মেঝেতে মোজাইক করা আছে। মোজাইকের প্রতিটা বর্গঘর সাধারণত ১.৫ফুট বাই ১.৫ ফুট হয়।

অর্থাৎ একটি বর্গঘরে আপনি সোজা হয় দাঁড়ান, বুঝবেন আপনি প্রায় ২০০০০ টাকার জায়গায় দাঁড়িয়ে আছেন, যদি ধানমন্ডিতে দাঁড়ান। তবে যদি আস্তে আস্তে মোহাম্মদপুর, লালমাটিয়ার দিকে যেতে থাকেন, তাহলে একই জায়গায় অনেক কম খরচে দাঁড়াতে পারবেন। তবে ৪০০০ টাকার নিচে কোথাও এক বর্গফুট জায়গা পাবেন কিনা সন্দেহ। কয়েকদিন আগে আমার এক বড় ভাই চীন থেকে ঘুরে এসে জানালেন,বেইজিং এ ব্যস্ততম সড়কেও কমার্শিয়াল স্পেস বিক্রি হচ্ছে ৫০০০/বর্গফুট। আর আমাদের এইখানে ! অনেকের সাথে আমিও একমত, আবাসন খরচের দিক দিয়ে ঢাকা পৃথিবীর সবচেয়ে ব্যয় বহুল ৩টি শহরের একটি তবে ধনী গরীবের বৈষম্য ও যে এইখানে সবচেয়ে বেশি তার প্রমাণ, সব ফ্ল্যাটই বিক্রি হয়ে যাচ্ছে, আবার ওদিকে ফুটপাতবাসীর সংখ্যাও দিন দিন বাড়ছে।

অ.ট.: জীবনে ভাল কোন বাড়ি কিনতে না পারলেও, এইরকম একটা গাড়িতে জীবন কাটায় দিতে মুঞ্চায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.