আমাদের কথা খুঁজে নিন

   

কোনটা জরুরীঃ অপরাধীর বিচার নাকি অপরাধের প্রমান ধ্বংস?

পাকি দালাল, ভারতীয় দালাল, রাজাকারমুক্ত ব্লগ।
অপরাধীর বিচার জরুরী নাকি অপরাধীর অপরাধ ধরতে প্রমাণ বিনষ্ট জরুরী? নাকি নিজেদের অপকর্ম ঢেকে রাখতে এমন করা হচ্ছে? যেখানে আপনাদের ছাত্রনামধারী সন্ত্রাসীরা একের পর এক ত্রাসের রাজত্ব কায়েক করে যাচ্ছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর মত দায়িত্বশীল পদের অধিকারি বলছেন, বিচ্ছিন্ন ঘটনা আর দেশে আইন শৃংখলা স্বাভাবিক। আপনি কি অন্ধ সাহারা খাতুন? নাকি মন্ত্রীত্ব টিকে রাখতে ঘরের শত্রু বিভিষনদের বিরুদ্ধে কিছু বলেছেন না? আপনারা যারাই ক্ষমতাই যান, তারাই কি মনে করেন, ক্ষমতা আজীবনের? কেন ভুলে যান এটা ৫X৩৬৫ দিনের? ক্ষমতা আর বেঁচে থাকা আজীবনের জন্য নয়। এই দুটৈ একটা নির্দিষ্ট সময়ের জন্য। ভালো কিছু করে বাংলাদেশের ইতিহাসে বেঁচে থাকুন, সাইনবোর্ড আর নামফলক লাগিয়ে লাভ নেই, সব হারিয়ে যাবে।

বরিশাল পলিটেকনিক এর ছাত্রলীগের নৃশংতার ভিডিও ইউটিউব থেকে ডিলিট করানো হয়েছে, ভাবছিলাম এমনটাই হবে, সমস্যা নাই, আগেই ব্যাকআপ রেখেছিলাম। আপনারা যখন ভালো ভালো কথা বলবেন, সেই সময় এসব ভিডিও দেখে মনে রাখব, আপনারা সবাই সমান। যাহাই আওয়ামীলীগ আর তাহাই বিএনপি। বাংলাদেশ নিয়ে আপনাদের কারোরই ভাবনা নেই। একজন আছেন বাপকে নিয়ে আর একজন আছেন স্বামীকে নিয়ে? কিন্তু আপনারা কি জানেন? আপনাদের প্রশয় আর চাটুকারিতায় দেশের দুই নেতা সবচেয়ে কলংকিত হচ্ছে??? একবারও কি আপনাদের শুভবুদ্ধির উদয় হয় না????? মাননীয় শেখ হাসিনা ও খালেদা জিয়া, ভালো কাজ করে ইতিহাস হয়ে থাকুন, চাটুকারিতা আর সাইনবোর্ড লাগিয়ে অমর হওয়া যায় না।

বড়জোর মরার আগ পর্যন্ত মনে রাখবে মানুষ, এরপর না। ভ বুদ্ধির উদয় হোক। জয় বাংলাদেশ জিন্দাবাদ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.